দেশব্যাপী বিএনপির সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। গতকাল বিকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশে জড়ো হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহেতেশামুল আলম, সহসভাপতি ও সিটি মেয়র ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল এসে শেষ হয়।