শিরোনাম
শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু পরিবার ক্রীড়াঙ্গনের বাতিঘর : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম গতকাল শরীয়তপুরের এক অনুষ্ঠানে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এদেশের ক্রীড়াঙ্গনের বাতিঘর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ছিলেন একজন পরিচিত ফুটবলার। বঙ্গবন্ধু ফুটবল, হকি ও ভলিবল খেলতেন। ফুটবলের প্রতি বঙ্গবন্ধুর অনুরাগের কারণেই স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল। দেশ স্বাধীনের পর জাতির পিতার হাত ধরে ক্রীড়াঙ্গনের উন্নয়ন যাত্রা শুরু হয়। জাতির পিতাকে হত্যার পর সে প্রক্রিয়া থেমে যায়। বঙ্গবন্ধুর পর ক্রীড়াঙ্গনে যেসব সাফল্য এসেছে তার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি নিয়মিতভাবে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা, খেলোয়াড়, ক্রীড়াবিদ ও সংগঠকদের উৎসাহিত করে চলেছেন।

সর্বশেষ খবর