ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় শীতল দেবনাথ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শহরতলির দারিয়াপুর রেল ব্রিজের পাশ থেকে গতকাল সকালে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। শীতল দেবনাথ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, শীতল দেবনাথ আলঝেইমারস নামক রোগে আক্রান্ত ছিলেন। তিনি কিছু মনে রাখতে পারতেন না এবং কাউকে চিনতেন না। বৃহস্পতিবার বিকালে সবার অজান্তে ঘর থেকে বেড়িয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
গতকাল রেলওয়ে পুলিশের মাধ্যমে জানতে পারি তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন। লাশ বাসায় নিয়ে আসা হয়েছে।