দিনাজপুরের বীরগঞ্জে ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের আবাসিক হলের কক্ষ থেকে রনি কিশোর নামে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আবাসিক হলের ১০৮ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করা হয়। মৃত রনি কিশোর (১৫) দিনাজপুরের কাহারোল উপজেলার কামোর গ্রামের শংকর রায়ের ছেলে এবং বীরগঞ্জ পৌরসভায় অবস্থিত ডে-লাইট ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
সহপাঠী হৃতিক রায়সহ অনেকে জানায়, স্কুলের আবাসিক হলের ১০৮ নম্বর কক্ষে রনি কিশোর এবং মাহিত হাসানসহ তিনজন থাকত। পূজার ছুটি শেষে গত ৯ অক্টোবর রনি রুমে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় ক্লাস শেষে রনি মাথাব্যথার কথা বলে তার রুমে চলে যায়। মাহিত হাসান যায় নামাজ পড়তে। মাহিত নামাজ থেকে এসে দেখে রুমের দরজা বন্ধ।
অনেক ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে আবাসিক শিক্ষক আল-আমিনকে জানায়। আবাসিক শিক্ষক বিদ্যালয় প্রশাসন এবং বীরগঞ্জ থানায় খবর পাঠান। পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় রনিকে দেখতে পান। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে ওই শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানা যাবে।