মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

লালমনিরহাট রেল বিভাগে নানা অব্যবস্থাপনা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট রেল বিভাগে নানা অব্যবস্থাপনা

প্রতিশ্রুতির ১৩ বছরেও চালু হয়নি লালমনিরহাটের বুড়িমারী থেকে রাত্রিকালীন আন্তনগর করিডোর এক্সপ্রেস। কাগজে-কলমে লালমনিরহাট রেল বিভাগ থাকলেও নেই আগের মতো কর্মতৎপরতা। রয়েছে নানা অব্যবস্থাপনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গোরপোতা দহগ্রাম পরিদর্শনে এসে জনসভায় বুড়িমারী থেকে ঢাকা আন্তনগর করিডোর এক্সপ্রেস চালুর প্রতিশ্রুতি দেন। এরপর এক যুগের বেশি সময় পার হলেও আজও বাস্তবায়ন হয়নি জেলাবাসীর স্বপ্ন। রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ২০১৯ সালে বুড়িমারী পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্বাস দেন। সেই আশ্বাসে লালমনিরহাটবাসী নতুন স্বপ্ন দেখা শুরু করে। ২০২১ সালের ১২ নভেম্বর লালমনিরহাট রেল স্টেশন আধুনিকায়নের উদ্বোধন করতে আসেন রেলমন্ত্রী। তখন সুশীল সমাজ, স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সুজন পুনরায় করিডোর এক্সপ্রেস চালুর আশ্বাস দেন। বারবার আশ্বাস দিলেও চালু হয়নি বহুল প্রতিক্ষিত আন্তনগর করিডোর এক্সপ্রেস। লালমনিরহাটবাসীর পাশাপাশি, প্রতিদিন বুড়িমারী স্থলবন্দর দিয়ে চলাচলকারী হাজার হাজার পাসপোর্ট যাত্রী ট্রেনে যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বুড়িমারী চেক পোস্ট দিয়ে দেশের বিভিন্ন জেলার যাত্রী নিয়মিত ভারত যাতায়াত করেন। তাদের দাবি রাত্রিকালীন আন্তনগর ট্রেন চালু হোক বুড়িমারী থেকে। নিয়মিত বুড়িমারী দিয়ে ভারতগামী যাত্রী আলতাফুর রহমান আলতাফ বলেন, চিকিৎসার জন্য প্রতি দুই-তিন মাস পরপর বুড়িমারী দিয়ে শিলিগুড়ি যান তিনি। চেকপোস্ট বিকাল ৫টায় বন্ধ হওয়ার পর দূরপাল্লার ট্রেন না থাকায় বাধ্য হয়ে বাসে যাতায়াত করতে হয়। বুড়িমারী থেকে রাত্রিকালীন ট্রেন চালু হলে সবার জন্য সুবিধে হতো। ঢাকার মিরপুরের ব্যবসায়ী আদনান রহমানের ছেলে দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে লেখাপড়া করে। এ সুবাদে বছরে ছয়-সাতবার বুড়িমারী-ঢাকা যাতায়াত করতে হয় তাদের। রাত্রিকালীন নৈশকোচ একমাত্র ভরসা। আদনান জানান, বুড়িমারী থেকে আন্তনগর করিডোর এক্সপ্রেস চালু হলে সুফল পেতেন তারা। জানা যায়, লালমনিরহাট রেল বিভাগে এক সেট রেক ছিল অতিরিক্ত। লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসকে ব্যাকআপ দেওয়ার জন্য রাখা হয়েছিল এটি। সম্প্রতি তাও নিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাট জেলাবাসীকে উপহার হিসেবে তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালুর ঘোষণা দেন ২০০৯ সালে। দুঃখের বিষয় সেই ট্রেন এখনো চালু হয়নি।

সর্বশেষ খবর