কোথাও পানি আছে আবার কোথাও শুকনা। মাঝেমধ্যে ব্রিজ দেখলে বোঝা যায় এটা নদী। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হলেও শুষ্ক মৌসুমে পরিণত হয় খালে। বলা হচ্ছে দিনাজপুরের মইলা নদীর কথা। অথচ ঘোড়াঘাটের ওপর দিয়ে বয়ে যাওয়া মইলা নদীর সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস। বর্তমানে নদীটিতে পানি না থাকায় এলাকায় দেখা দিয়েছে দেশি মাছের আকাল। কঠিন হয়ে পড়েছে স্থানীয় জেলেদের জীবনযাত্রা। এক সময় অনেক মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম ছিল এ নদী। জানা যায়, মইলা নদীর উৎপত্তিস্থল পাশের নবাবগঞ্জের আশুড়ার বিল। সেখান থেকে আঁকাবাঁকা পথে দক্ষিণ-পূর্ব দিকে দাউদপুর হাটের উত্তর পাশ দিয়ে হেয়াতপুর, খোদাইপুর, মালদহ ও ঈশ্বরপুর মৌজার মাঝখান দিয়ে চলে গেছে। আরও দক্ষিণে মোগরপাড়ার পাশ দিয়ে ঘোড়াঘাটের বুলাকীপুর ইউনিয়নে প্রবেশ করেছে এ নদী। বলগাড়ীহাটের কাছ দিয়ে চলে গেছে দক্ষিণ দিকে। সাতপাড়া গড় স্পর্শ করে ঋষিঘাটের আগে বাকপাড়া লালমাটিতে বড় করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটা মরা করতোয়া নামেও পরিচিত। কথিত আছে এ নদী পথেই বেহুলা তার মৃত স্বামীকে উজানের দেবঘাটে (নবাবগঞ্জে) নিয়ে গিয়েছিলেন জীবন ফিরে পাওয়ার ইচ্ছায়। সিংড়া ইউনিয়নে এ নদীর তীরে (নদীর দক্ষিণ দিকে) সাতপাড়া মৌজায় আছে একটি প্রাচীন দুর্গের চিহ্ন। সুলতানী আমলে দুর্গটি বারপাইকের গড় নামে পরিচিত হয়। প্রাচীন এ নদীতে এখন সারা বছর পানি থাকে না। বর্ষাকালে দুই কূল ভরে ওঠে। দুই-এক মাস পরই আবার পানি শুকিয়ে যায়। এ নদীর তীরে অনেক আগেই গড়ে উঠা ঋষিঘাট তীর্থ ক্ষেত্র যা হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে পবিত্র। এ তীর্থস্থানে প্রতি বছর বারুনি ¯œান হয়। এ উপলক্ষে একদিনের মেলাও বসে। আশপাশের হিন্দু নর-নারী ছাড়াও অন্য সম্প্রদায়ের লোকও এ মেলায় আসে। ¯œানঘাট ঘেঁষেই চারকোণী একচূড়া বিশিষ্ট প্রদক্ষিণ পথওয়ালা একটি মন্দির ও ২০০ গজ দক্ষিণ-পূর্বে আরেকটি নির্মাণাধীন মন্দির রয়েছে। স্থানীয় সিংড়া ইউনিয়ন পরিষদের বাসিন্দা সুলতান আহমেদসহ কয়েকজন জানান, মইলা নদীতে এখন পানি না থাকায় জেলেরা তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আবার কেউ অন্যত্র চলে গেছেন। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির অনেক মাছ। বর্ষাকালে নদীর দুই তীর উপচে পড়ে পানি।
শিরোনাম
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
মইলা নদী এখন খাল
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর