বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বকেয়া বেতনের দাবিতে রূপগঞ্জে ভেরিটেক্স পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। গতকাল গোলাকান্দাইল ইউপির গার্মেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ভেরিটেক্স পোশাক কারখানায় ১ হাজার শ্রমিক কাজ করেন। গত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধ করার কথা বললেও টালবাহানা শুরু করে। তাই দুপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন।

কাঁচপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি (ইনটেলিজেন্স) শেখ মো. বশিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। 

সর্বশেষ খবর