শিরোনাম
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে আগুনে পুড়ে ট্রাফিক পুলিশের কনস্টেবল রুবেল আহমেদের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে প্রধান করে এ কমিটি গঠন করে হবিগঞ্জ জেলা পুলিশ। গতকাল বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। পুলিশ সুপার বলেন, ২০১১ সালে চাকরিতে প্রবেশ করেন রুবেল। তার লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ খবর