রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

একই ট্রেন সপ্তাহের ব্যবধানে দুবার লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ প্রতিনিধি

একই ট্রেন সপ্তাহের ব্যবধানে দুবার লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন ময়মনসিংহের শ¤ভুগঞ্জে লাইনচ্যুত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত রবিবার একই সময়ে নগরীর বলাশপুর এলাকায় ট্রেনটি লাইচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে ৩ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে শম্ভুগঞ্জ এলাকার কি মি পিলার ৩৪৭ কাছে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কি মি পিলার ৩৪৭-এর কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে উদ্ধার কাজ শেষে প্রায় ৩ ঘণ্টা পর চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সঙ্গে রেল যোগাযোগ চালু হয়। রেলওয়ে থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, এর আগে রবিবার সকাল ৮টার দিকে বলাশপুর এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে বেলা ১১টার দিকে বগিটি উদ্ধার হলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ের একটি সূত্র জানায়, সাত দিনের ব্যবধানে দুটি দুর্ঘটনার ফলে এ তিনটি রেলপথের বিভিন্ন স্টেশেনে আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন আটকা পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর শাহীনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর