রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নারী উদ্যোক্তা মেলা

হিলি প্রতিনিধি

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলির পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে অনুষ্ঠিত হয়ে গেল নারী উদ্যোক্তা মেলা। যেখানে নারী উদ্যোক্তরা তাদের নিজ হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। সুলভে হাতের তৈরি এসব পণ্য কিনতে মলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। পণ্য কিনতে পেরে দারুণ খুশি দর্শনার্থীরা। প্রতি বছর এমন মেলার আয়োজনের দাবি তাদের। মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমধর্মী নারী উদ্যোক্তা মেলা। গতকালও সকাল ১০টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলে এ মেলা। উপজেলার বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তরা তাদের বাড়িতে বসে নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য নিয়ে ২৪টি স্টল দিয়ে বসেন তারা। মেলায় আসা তরুণী জিন্নাত আরা বলেন, নারী উদ্যোক্তা মেলায় এসেছি মেলার বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেছি।

এত সুন্দরভাবে তারা নিজ হাতে এসব পণ্য তৈরি করেছেন যা অকল্পনীয়। আমরা তো বাইরে অনেক কেনাকাটা করি কিন্তু এখানে যেসব পণ্যের স্টল বসানো হয়েছে যা এককথায় চমৎকার। হাতের তৈরি বিভিন্ন পোশাক কসমেটিকস সামগ্রী খুবই সুন্দর দাম কম রয়েছে। আমরা পছন্দের পণ্য কিনতে পারছি তাতেই খুশি। মেলায় আসা অন্য তরুণী আতশী আকতার বলেন, নারী উদ্যোক্তা মেলায় ঘুরতে এসেছি বান্ধবীদের সঙ্গে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে মেলায় দেখতে ভালো লাগছে। আমরা বান্ধবীরা ঘুরে ঘুরে এসব দেখছি ভালো লাগলে কিনছি আমাদের মতো অনেকেই কিনছেন। তবে মেলাটা মাত্র এক দিন হওয়ায় সেভাবে সবকিছু কিনতে পারছি না তিন থেকে চার দিন হলে সময় নিয়ে পণ্য পছন্দ করে কিনতে পারতাম তাহলে সুবিধা হতো। হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুণ উর রশীদ বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের নারীরা যে সামনের দিকে এগিয়েছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নারীরাও অনেক দূর এগিয়ে যাচ্ছে তারই ফল হিসেবে আজকের এ নারী উদ্যোক্তা মেলা। অনেক দর্শক মেলা দেখতে আসছেন তারা তাদের পছন্দের পণ্য কিনছেন। তেমনি নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য ভালো বিক্রি হওয়ায় তাদের মধ্যে আগ্রহের সৃষ্টি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর