রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

এমপির অনুপস্থিতিতে বাবা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যানের আপত্তির পরও এমপির বাবাকে প্রধান অতিথি করার অভিযোগ উঠেছে। সূত্র জানায়, উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অুনষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেইজি চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে প্রধান অতিথি থাকার কথা ছিল রাজী মোহাম্মদ ফখরুল এমপি। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। স্থানীয় সংসদ সদস্য চিকিৎসা নিতে থাইল্যান্ডে অবস্থান করায় তার বাবা এ এফ এম ফখরুল মুন্সীকে প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেন ইউএনও। ওই ঘোষণায় আপত্তি জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি বলেন, নিয়মে রাষ্ট্রীয় কর্মসূচিতে এমপির অনুপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান হবেন প্রধান অতিথি। এমপির অনুপস্থিতিতে তার বাবা প্রধান অতিথি হতে পারেন না। এটা নিয়ম বহির্ভূত। এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দিন শফি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে এমপির অনুপস্থিতিতে তার বাবাকে প্রধান অতিথি করা ঠিক হয়নি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর