মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তিন মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন সিদ্ধিরগঞ্জের এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টের শ্রমিকরা। গতকাল বেলা ১১ টায় শ্রমিকরা চাষাঢ়া শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে ডিসি অফিসের সামনে গিয়ে দুপুর দেড়টা পর্যন্ত এ বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টের শ্রমিক মো. ফয়সাল।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সিদ্ধিরগঞ্জের এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টের মালিক শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রেখে গত ৩ ডিসেম্বর রাতে কারখানা গেটে তালা ঝুলিয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে। সংকট নিরসনে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত দপ্তর, পুলিশ প্রশাসন, বিকেএমইএ ও জেলা প্রশাসকের দারস্থ হয়েও কোন সমাধান পাওয়া যাচ্ছে না। বিপদগ্রস্থ তাই বকেয়া বেতন আদায়ের দাবিতে ডিসি অফিসের সামনে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে।  বিক্ষোভ চলাকালে পাঁচ সদস্যের একটি শ্রমিক প্রতিনিধি দল ডিসির সঙ্গে সাক্ষাৎ করতে যায়। একজন এডিসি তাৎক্ষণিকভাবে শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং মালিককে ধরে এনে বেতন আদায়ের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ খবর