কনকনে শীতের মধ্যে ওএমএসের চাল-আটা নিতে মেহেরপুরের মানুষ ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকছেন। এভাবে ৫-৬ ঘণ্টা অপেক্ষার পরও চাল আটা পাচ্ছেন না অনেকে। শীতে এ কষ্ট আর পণ্য পাওয়ার অনিশ্চয়তা থেকে মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সরকারি এ কার্যক্রম দেখভালের জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও নেই কোনো তদারকি। খাদ্য অধিদফতর বলছে, অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের জন্য মেহেরপুর শহরে ৯ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন পাঁচ টন চাল এবং পাঁচ টন আটা বিক্রির বরাদ্দ রয়েছে। ডিলারদের অনিয়মের কারণে অনেকে ফিরে যেতে হচ্ছে খালিহাতে। ভোররাত থেকে নারী-পুরুষ ডিলারদের ঘরের সামনে ব্যাগ ও ইট রেখে লম্বা লাইনে অপেক্ষা করছেন। আবার অনেকে শীতে জড়োসড়ো হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন চাল-আটা পাওয়ার আশায়। সকাল হলে লাইনের কিছু মানুষকে খাদ্যশষ্য দিয়ে বলা হচ্ছে বরাদ্দ শেষ। ভুক্তভোগীদের অভিযোগ, ডিলারদের অনেকেই ওজনে কম দিচ্ছেন। ডিলাররা অধিক মুনাফা করতে চাল-আটা বাজারে চড়া দামে বিক্রি করছেন। সরকারি এ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও তাদের কোনো তদারকি নেই। লাইনে দাঁড়িয়ে থেকেও চাল-আটা পাওয়া যায় না। ডিলারের লোকজন লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের বাদ দিয়ে তাদের পছন্দের লোকজনকে পণ্য দিচ্ছেন। ডিলাররা বলেন, বরাদ্দ অনুযায়ী সবাইকে চাল ও আটা দেওয়া হয়। বর্তমানে বরাদ্দ কম থাকায় অনেকেই ফিরে যেতে হয়। কাউকে কম দেওয়া হয় না। বরাদ্দ কম তাই সবাই যাতে পান এ জন্য অনেক সময় তিন কেজি করে দেওয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
ভোররাতে লাইনে দাঁড়িয়েও মিলছে না ওএমএস পণ্য
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর