কনকনে শীতের মধ্যে ওএমএসের চাল-আটা নিতে মেহেরপুরের মানুষ ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকছেন। এভাবে ৫-৬ ঘণ্টা অপেক্ষার পরও চাল আটা পাচ্ছেন না অনেকে। শীতে এ কষ্ট আর পণ্য পাওয়ার অনিশ্চয়তা থেকে মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সরকারি এ কার্যক্রম দেখভালের জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও নেই কোনো তদারকি। খাদ্য অধিদফতর বলছে, অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের জন্য মেহেরপুর শহরে ৯ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন পাঁচ টন চাল এবং পাঁচ টন আটা বিক্রির বরাদ্দ রয়েছে। ডিলারদের অনিয়মের কারণে অনেকে ফিরে যেতে হচ্ছে খালিহাতে। ভোররাত থেকে নারী-পুরুষ ডিলারদের ঘরের সামনে ব্যাগ ও ইট রেখে লম্বা লাইনে অপেক্ষা করছেন। আবার অনেকে শীতে জড়োসড়ো হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন চাল-আটা পাওয়ার আশায়। সকাল হলে লাইনের কিছু মানুষকে খাদ্যশষ্য দিয়ে বলা হচ্ছে বরাদ্দ শেষ। ভুক্তভোগীদের অভিযোগ, ডিলারদের অনেকেই ওজনে কম দিচ্ছেন। ডিলাররা অধিক মুনাফা করতে চাল-আটা বাজারে চড়া দামে বিক্রি করছেন। সরকারি এ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও তাদের কোনো তদারকি নেই। লাইনে দাঁড়িয়ে থেকেও চাল-আটা পাওয়া যায় না। ডিলারের লোকজন লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের বাদ দিয়ে তাদের পছন্দের লোকজনকে পণ্য দিচ্ছেন। ডিলাররা বলেন, বরাদ্দ অনুযায়ী সবাইকে চাল ও আটা দেওয়া হয়। বর্তমানে বরাদ্দ কম থাকায় অনেকেই ফিরে যেতে হয়। কাউকে কম দেওয়া হয় না। বরাদ্দ কম তাই সবাই যাতে পান এ জন্য অনেক সময় তিন কেজি করে দেওয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ জাল ও রিল জব্দ
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
- ঘরে বসে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু হচ্ছে মঙ্গলবার
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে 'ভ্যাম্পায়ার' দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দীর্ঘ বিরতির পর আবার আলোচনায় বিদ্যা সিনহা মিম