কনকনে শীতের মধ্যে ওএমএসের চাল-আটা নিতে মেহেরপুরের মানুষ ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকছেন। এভাবে ৫-৬ ঘণ্টা অপেক্ষার পরও চাল আটা পাচ্ছেন না অনেকে। শীতে এ কষ্ট আর পণ্য পাওয়ার অনিশ্চয়তা থেকে মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। সরকারি এ কার্যক্রম দেখভালের জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও নেই কোনো তদারকি। খাদ্য অধিদফতর বলছে, অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের জন্য মেহেরপুর শহরে ৯ জন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন পাঁচ টন চাল এবং পাঁচ টন আটা বিক্রির বরাদ্দ রয়েছে। ডিলারদের অনিয়মের কারণে অনেকে ফিরে যেতে হচ্ছে খালিহাতে। ভোররাত থেকে নারী-পুরুষ ডিলারদের ঘরের সামনে ব্যাগ ও ইট রেখে লম্বা লাইনে অপেক্ষা করছেন। আবার অনেকে শীতে জড়োসড়ো হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন চাল-আটা পাওয়ার আশায়। সকাল হলে লাইনের কিছু মানুষকে খাদ্যশষ্য দিয়ে বলা হচ্ছে বরাদ্দ শেষ। ভুক্তভোগীদের অভিযোগ, ডিলারদের অনেকেই ওজনে কম দিচ্ছেন। ডিলাররা অধিক মুনাফা করতে চাল-আটা বাজারে চড়া দামে বিক্রি করছেন। সরকারি এ কার্যক্রম তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ থাকলেও তাদের কোনো তদারকি নেই। লাইনে দাঁড়িয়ে থেকেও চাল-আটা পাওয়া যায় না। ডিলারের লোকজন লাইনে দাঁড়িয়ে থাকা লোকদের বাদ দিয়ে তাদের পছন্দের লোকজনকে পণ্য দিচ্ছেন। ডিলাররা বলেন, বরাদ্দ অনুযায়ী সবাইকে চাল ও আটা দেওয়া হয়। বর্তমানে বরাদ্দ কম থাকায় অনেকেই ফিরে যেতে হয়। কাউকে কম দেওয়া হয় না। বরাদ্দ কম তাই সবাই যাতে পান এ জন্য অনেক সময় তিন কেজি করে দেওয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, কোনো ডিলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- শেয়ারবাজারে পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত
ভোররাতে লাইনে দাঁড়িয়েও মিলছে না ওএমএস পণ্য
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর