চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা। শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির আওতায় রাস্তা, বাঁধ নির্মাণ ও স্কুল মাঠ সংস্কার করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অতিদরিদ্রদের বাছাই করে কাজ বাবদ প্রতিদিন ৪০০ টাকা হিসাবে একেকজনের পারিশ্রমিক ধরা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ফরিদের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত এবং লেধ্রীর বাগান-সেন্টুর বাড়ি রাস্তা সংস্কার প্রকল্পে শিক্ষার্থী ও শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছেন প্রকল্পের সভাপতি হুমায়ন কবির। এ প্রকল্পে ৮৩ শ্রমিকের মধ্যে ২১ জনকে কাজ করতে দেখা গেছে। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দমদমা পুকুর থেকে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার, ৬ নম্বর ওয়ার্ডের জবেদ ডাক্তারের বাড়ি থেকে রাস্তার শেষ মাথা পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি থেকে উপরচাকপাড়া কালভার্ট পর্যন্ত, ৭ নম্বর ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেন্টুর বাড়ি থেকে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিক নেই বললেই চলে। দাইপুখুরিয়া ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কর্নখালি গ্রামের বালুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফের জমি পর্যন্ত রাস্তা সংস্কার, ২ নম্বর ওয়ার্ডে মির্জাপুর কালিতলা গ্রামের শহিদুলের বাড়ি থেকে দৌলত বাড়ি সতিসের পর্যন্ত রাস্তা, ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের মকবুলের বাড়ি-তোজাম্মেলের বাড়ি রাস্তা সংস্কারসহ মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর প্রকল্প, বিনোদপুর ইউনিয়নের নামো কালিগঞ্জ, লছমানপুর এলাকার প্রকল্পের একই চিত্র। এ ছাড়া কানসাট, মোবারকপুর, চককীর্ত্তি, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা ও দুর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোতের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙাসহ কয়েক ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি। দাইপুখুরিয়া, ধাইনগর, চককীর্ত্তি, কানসাট, মোবারকপুর ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যানরা বলেন, তাদের প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলছে, কোনো অনিয়ম হয়নি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তিনি প্রকল্প পরিদর্শন করে কম সংখ্যক শ্রমিক দেখতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকল্প সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
- বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে
অতিদরিদ্রদের প্রকল্পে অনিয়ম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর