চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা। শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির আওতায় রাস্তা, বাঁধ নির্মাণ ও স্কুল মাঠ সংস্কার করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অতিদরিদ্রদের বাছাই করে কাজ বাবদ প্রতিদিন ৪০০ টাকা হিসাবে একেকজনের পারিশ্রমিক ধরা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ফরিদের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত এবং লেধ্রীর বাগান-সেন্টুর বাড়ি রাস্তা সংস্কার প্রকল্পে শিক্ষার্থী ও শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছেন প্রকল্পের সভাপতি হুমায়ন কবির। এ প্রকল্পে ৮৩ শ্রমিকের মধ্যে ২১ জনকে কাজ করতে দেখা গেছে। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দমদমা পুকুর থেকে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার, ৬ নম্বর ওয়ার্ডের জবেদ ডাক্তারের বাড়ি থেকে রাস্তার শেষ মাথা পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি থেকে উপরচাকপাড়া কালভার্ট পর্যন্ত, ৭ নম্বর ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেন্টুর বাড়ি থেকে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিক নেই বললেই চলে। দাইপুখুরিয়া ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কর্নখালি গ্রামের বালুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফের জমি পর্যন্ত রাস্তা সংস্কার, ২ নম্বর ওয়ার্ডে মির্জাপুর কালিতলা গ্রামের শহিদুলের বাড়ি থেকে দৌলত বাড়ি সতিসের পর্যন্ত রাস্তা, ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের মকবুলের বাড়ি-তোজাম্মেলের বাড়ি রাস্তা সংস্কারসহ মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর প্রকল্প, বিনোদপুর ইউনিয়নের নামো কালিগঞ্জ, লছমানপুর এলাকার প্রকল্পের একই চিত্র। এ ছাড়া কানসাট, মোবারকপুর, চককীর্ত্তি, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা ও দুর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোতের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙাসহ কয়েক ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি। দাইপুখুরিয়া, ধাইনগর, চককীর্ত্তি, কানসাট, মোবারকপুর ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যানরা বলেন, তাদের প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলছে, কোনো অনিয়ম হয়নি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তিনি প্রকল্প পরিদর্শন করে কম সংখ্যক শ্রমিক দেখতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকল্প সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ