চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা। শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির আওতায় রাস্তা, বাঁধ নির্মাণ ও স্কুল মাঠ সংস্কার করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অতিদরিদ্রদের বাছাই করে কাজ বাবদ প্রতিদিন ৪০০ টাকা হিসাবে একেকজনের পারিশ্রমিক ধরা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ফরিদের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত এবং লেধ্রীর বাগান-সেন্টুর বাড়ি রাস্তা সংস্কার প্রকল্পে শিক্ষার্থী ও শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছেন প্রকল্পের সভাপতি হুমায়ন কবির। এ প্রকল্পে ৮৩ শ্রমিকের মধ্যে ২১ জনকে কাজ করতে দেখা গেছে। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দমদমা পুকুর থেকে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার, ৬ নম্বর ওয়ার্ডের জবেদ ডাক্তারের বাড়ি থেকে রাস্তার শেষ মাথা পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি থেকে উপরচাকপাড়া কালভার্ট পর্যন্ত, ৭ নম্বর ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেন্টুর বাড়ি থেকে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিক নেই বললেই চলে। দাইপুখুরিয়া ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কর্নখালি গ্রামের বালুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফের জমি পর্যন্ত রাস্তা সংস্কার, ২ নম্বর ওয়ার্ডে মির্জাপুর কালিতলা গ্রামের শহিদুলের বাড়ি থেকে দৌলত বাড়ি সতিসের পর্যন্ত রাস্তা, ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের মকবুলের বাড়ি-তোজাম্মেলের বাড়ি রাস্তা সংস্কারসহ মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর প্রকল্প, বিনোদপুর ইউনিয়নের নামো কালিগঞ্জ, লছমানপুর এলাকার প্রকল্পের একই চিত্র। এ ছাড়া কানসাট, মোবারকপুর, চককীর্ত্তি, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা ও দুর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোতের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙাসহ কয়েক ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি। দাইপুখুরিয়া, ধাইনগর, চককীর্ত্তি, কানসাট, মোবারকপুর ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যানরা বলেন, তাদের প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলছে, কোনো অনিয়ম হয়নি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তিনি প্রকল্প পরিদর্শন করে কম সংখ্যক শ্রমিক দেখতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকল্প সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
অতিদরিদ্রদের প্রকল্পে অনিয়ম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর