চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ প্রকল্পে কাজ করছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিশুরা। শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য সরকার ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির আওতায় রাস্তা, বাঁধ নির্মাণ ও স্কুল মাঠ সংস্কার করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অতিদরিদ্রদের বাছাই করে কাজ বাবদ প্রতিদিন ৪০০ টাকা হিসাবে একেকজনের পারিশ্রমিক ধরা হয়েছে। সরেজমিনে দেখা যায়, শাহবাজপুর ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ফরিদের বাড়ি থেকে কালভার্ট পর্যন্ত এবং লেধ্রীর বাগান-সেন্টুর বাড়ি রাস্তা সংস্কার প্রকল্পে শিক্ষার্থী ও শিশু শ্রমিকদের নিয়ে কাজ করছেন প্রকল্পের সভাপতি হুমায়ন কবির। এ প্রকল্পে ৮৩ শ্রমিকের মধ্যে ২১ জনকে কাজ করতে দেখা গেছে। এ ছাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দমদমা পুকুর থেকে মাঝাঘোন পুকুর পর্যন্ত রাস্তা সংস্কার, ৬ নম্বর ওয়ার্ডের জবেদ ডাক্তারের বাড়ি থেকে রাস্তার শেষ মাথা পর্যন্ত, ৯ নম্বর ওয়ার্ডের নামোচাকপাড়া গ্রামের আশাড়ীর বাড়ি থেকে উপরচাকপাড়া কালভার্ট পর্যন্ত, ৭ নম্বর ওয়ার্ডের তেলকুপি গ্রামে জেন্টুর বাড়ি থেকে লাল বাবুর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পে শ্রমিক নেই বললেই চলে। দাইপুখুরিয়া ইউনিয়নের পাঁচটি প্রকল্পের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের কর্নখালি গ্রামের বালুয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শরীফের জমি পর্যন্ত রাস্তা সংস্কার, ২ নম্বর ওয়ার্ডে মির্জাপুর কালিতলা গ্রামের শহিদুলের বাড়ি থেকে দৌলত বাড়ি সতিসের পর্যন্ত রাস্তা, ৪ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর গ্রামের মকবুলের বাড়ি-তোজাম্মেলের বাড়ি রাস্তা সংস্কারসহ মনাকষা ইউনিয়নের চৌকা, রাঘববাটি, শিংনগর প্রকল্প, বিনোদপুর ইউনিয়নের নামো কালিগঞ্জ, লছমানপুর এলাকার প্রকল্পের একই চিত্র। এ ছাড়া কানসাট, মোবারকপুর, চককীর্ত্তি, ধাইনগর, ছত্রাজিতপুর, নয়ালাভাঙা ও দুর্লভপুর ইউনিয়নের প্রকল্পগুলোতের নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মনাকষা, বিনোদপুর, শাহবাজপুর, নয়ালাভাঙাসহ কয়েক ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে কল দিলে তারা রিসিভ করেননি। দাইপুখুরিয়া, ধাইনগর, চককীর্ত্তি, কানসাট, মোবারকপুর ও ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যানরা বলেন, তাদের প্রকল্পের কাজ স্বাভাবিকভাবে চলছে, কোনো অনিয়ম হয়নি। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, তিনি প্রকল্প পরিদর্শন করে কম সংখ্যক শ্রমিক দেখতে পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রকল্প সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
অতিদরিদ্রদের প্রকল্পে অনিয়ম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর