মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হাওরাঞ্চলে ফসল রক্ষায় বাঁধ নির্মাণ-মেরামত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চলের ফসল রক্ষায় ডুবন্ত বাঁধে নির্মাণ ও মেরামতের লক্ষ্যে এ বছর সাত উপজেলায় ২০২টি পিআইসি গঠন করা হয়েছে। এর মধ্যে ১৪৬টি পিআইসি কাজ শুরু করেছে। জানা যায়, নেত্রকোনার হাওরে ডুবন্ত বাঁধ রয়েছে ৩৬৫ কিলোমিটার। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে চলতি বছর ২৭৫ কিলোমিটার বাস্তবায়ন করা হচ্ছে। এজন্য প্রথম পর্যায়ের বরাদ্দ এসেছে ২০ কোটি টাকা। সর্বমোট ২০২টি পিআইসি করবে এসব কাজ। এর মধ্যে খালিয়াজুরীতে ১১১টি পিআইসির কাজ চলমান ৭৬টিতে। মদনে ২৪টির মধ্যে ১৬, মোহনগঞ্জে ২৫টির মধ্যে ২৪, কলমাকান্দায় ২৬টির মধ্যে ১৫, বারহাট্টায় ১০টির মধ্যে সবকটি, পূর্বধলায় চারটির মধ্যে চারটি এবং আটপাড়া দুটির মধ্যে একটির কাজ চলমান। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হাওরের ফসল রক্ষা বাঁধের ভাঙন বন্ধ ও মেরামত বিষয়ে কাবিটা স্কিম বাস্তবায়নে মনিটরিং কমিটির সভায় গত রবিবার এ তথ্য জানান সদস্য সচিব পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান। সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন। সারোয়ার জাহান জানান, সব পিআইসিকে ওয়ার্ক অডার দেওয়া হয়েছে। পানি পুরোপুরি না কমায় বাকি পিআইসিগুলোতে কাজ করতে বিলম্ব হচ্ছে। সভায় মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব ইউএনওকে প্রতিটি বাঁধ পরিদর্শন করার পরামর্শ দেন।

 কোনো ব্যত্যয় পেলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া বাঁধের পাশ থেকে কেউ যেন মাটি কাটতে না পারে সে বিষয়েও লক্ষ্য রাখতে বলেন। সভায় কমিটির অন্যান্য সদস্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষিবিদ মোহাম্মদ নূরুজাম্মান, ইউএনওসহ সংশ্লিষ্ট বিভাগের সবাই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর