মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্নআয়ের মানুষের ভিড়

হিলি প্রতিনিধি

ফুটপাতে গরম কাপড়ের দোকানে নিম্নআয়ের মানুষের ভিড়

উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে প্রতিদিনই কমছে তাপমাত্রা। সঙ্গে ঘনকুয়াশা ও হিমেল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। ঠাণ্ডা থেকে বাঁচতে ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভিড় করছেন নিম্নআয়ের মানুষ। মার্কেটের চেয়ে দাম কম হওয়ায় তারা ফুটপাতের এসব দোকান থেকে শীত নিবারণের জন্য গরম কাপড় নিচ্ছেন। বেচাকেনা ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। হিলার অধিকাংশ এলাকা প্রায় দিনভর কুয়াশার চাদরে ঢেকে থাকছে। প্রায় দিনই দেখা মিলে না সূর্য্যরে। কোনো কোনো দিন সূর্য্যরে দেখা মিললেও এর তীব্রতা তেমন থাকে না। ঘনকুয়াশার কারণে দিনেও সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ফুটপাতে কাপড় কিনতে আসা ইসমাইল হোসেন বলেন, কয়েকদিন ধরে হিলিতে প্রচণ্ড শীত পড়েছে। ঠাণ্ডা নিবারণের জন্য কাপড় কিনতে এসেছি। মার্কেটে কাপড়ের দাম বেশি। সে তুলনায় ফুটপাতের দোকানে দাম কিছুটা কম। সাধ্যের মধ্যে এখানে কেনাকাটা করা যাচ্ছে। আরেক ক্রেতা মিরাজুল ইসলাম বলেন, প্রচণ্ড ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। গরম কাপড় নেই। তাই ফুটপাতের দোকানে এসেছি। রফিকুল ইসলাম নামে একজন বলেন, বাজারে ভ্যানে করে জ্যাকেট গেঞ্জিসহ শীতের বিভিন্ন কাপড় ডেকে ডেকে বিক্রি করছে। মার্কেটেতো দাম অনেক বেশি। আমাদের পক্ষে বাড়তি দাম দিয়ে কেনা সম্ভব নয়। তাই দাম কম শুনে এখানে কাপড় কিনতে এসেছি। কম দামের মধ্যে একটি জ্যাকেট কিনলাম-এখন একটু হলেও স্বস্তি পাব। হিলি বাজারের ফুটপাতের কাপড় বিক্রেতা আব্দুল হামিদ বলেন, আমরা ঢাকা থেকে এসব পোশাক কিনে হাটে হাটে ফেরি করে বিক্রি করি। কয়েকদিন ধরে বেশ শীত পড়ায় এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে গরম কাপড় নিয়ে এসেছি। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তেমনি ক্রেতারাও কম দামে পাওয়ায় সবাই কমবেশি কিনছেন। বেচাকেনা বেশ ভালো হচ্ছে। আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর