মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সাত বছর পর জয়পুরহাট জেলা যুবলীগের বর্ধিত সভা

জয়পুরহাট প্রতিনিধি

সাত বছর পর জয়পুরহাট জেলা যুবলীগের বর্ধিত সভা

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা বলেন, বাংলাদেশে ধর্মের নামে কাউকে নৈরাজ্য করতে দেওয়া হবে না। মহান স্বাধীনতা সংগ্রামে সব ধর্মের মানুষ যুদ্ধ করেছেন। এদেশ সবার। প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। গতকাল দুপুরে জয়পুরহাট সদর উপজেলা মিলনায়তনে দীর্ঘ সাত বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা যুবলীগের সভাপতি অধ্যাপক সুমন কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলান উদ্দিন, সহসম্পাদক রাজু আহমেদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সহসভাপতি বাপন মজুমদার, সদর উপজেলা যুবলীগ সভাপতি অশোক কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক ছারোয়ার হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর