বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩

উপনির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উপনির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভেলাহাট-নাচোল) ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদের উপনির্বাচন ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিকে সোমবার প্রতীক পাওয়ার পর থেকেই প্রচারে নেমে পড়েছেন এ দুটি আসনের আটজন প্রার্থী। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. খুরশিদ আলম বাচ্চু (মাথল), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুর রাজ্জাক (লাঙ্গল), বিএনএফের মো. নবিউল ইসলাম (টেলিভিশন) এবং জাকের পার্টির মো. গোলাম মোস্তফা (গোলাপ ফুল)। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মো. আবদুল ওদুদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী গত পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী হয়ে বহিষ্কৃত সাবেক যুবলীগ নেতা মো. সামিউল হক লিটন (আপেল) এবং বিএনএফের কামরুজ্জামান (টেলিভিশন)। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী মুহা. জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বর্তমানে এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে। এ আসনে আরও তিনজন প্রার্থী থাকলেও তাদের নির্বাচনী তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না। তবে মনোনয়নপত্র বাছাইকালে বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার উচ্চ আদালতে মঙ্গলবার তার প্রার্থিতা ফিরে পেলেও প্রয়োজনীয় নির্দেশনা না আসায় তাকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছেন, সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান। কিন্তু এলাকার লোকজন মনে করছেন, তিনি প্রার্থী হলেও তার দিকে ভোটারদের খুব একটা টানতে পারবেন না। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল ওদুদ ও স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন দলবল নিয়ে দিন রাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন বলছেন, তিনি বয়সে তরুণ হওয়ায় তাকে নির্বাচিত করা হলে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন। বর্তমানে এলাকার অলিগলিতে এ দুই প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। তবে এ আসনে বিএনএফের প্রার্থী কামরুজ্জামানের প্রচারণা এখনো দেখা যায়নি। উল্লেখ্য, প্রার্থীরা বিভিন্ন উন্নয়নের কথা বললেও ভোটাররা বলছেন, যিনি এলাকার উন্নয়নে অতীতে ভূমিকা রেখেছেন এবং আগামীতেও রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা হবে। তবে শেষ পর্যন্ত কে জয়লাভ করছেন তা দেখতে অপেক্ষা করতে হবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সর্বশেষ খবর