রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

বাজুস প্রেসিডেন্ট স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন

বাগেরহাট প্রতিনিধি

বাজুস প্রেসিডেন্ট স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছেন

বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সহসভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেছেন, আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর দায়িত্ব নেওয়ার পর সারা দেশে স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁদের শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দেশে অত্যাধুনিক গোল্ড রিফাইনারি কারখানা তৈরি করেছেন। শিগগিরই ওই গোল্ড রিফাইনারির মেড ইন বাংলাদেশ নামে স্বর্ণের বার বাজারে আসছে। তখন স্বর্ণ ব্যবসায়ীদের বিদেশের ওপর নির্ভর করতে হবে না। দেশের স্বর্ণের বার দিয়ে অলংকার তৈরি করে তা হলমার্ক দিয়ে বিদেশে রপ্তানি শুরু করতে পারব। গার্মেন্টস শিল্পের মতো স্বর্ণ শিল্পও বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ খাত হয়ে উঠবে। বাজুস প্রেসিডেন্ট স্বর্ণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। বাগেরহাট শহরের কর্মকার পট্টিতে বাজুস অফিস চত্বরে জেলা জুয়েলারি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর আপনাদের ব্যাংক লোন সহজ করতে গোল্ড ব্যাংক প্রতিষ্ঠায় সরকারের উচ্চ মহলের সঙ্গে কথা বলছেন। কোনো অবৈধ স্বর্ণের দোকান, ভেজাল ও চোরাই স্বর্ণ কেনাবেচা করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। বাগেরহাট জেলা জুয়েলারি অ্যাসোসিয়েশন সভাপতি শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব বাজুস স্ট্যাডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বরশিপ রিপনুল হাসান, সদস্য বাজুস স্ট্যাডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং রকিবুল ইসলাম চৌধুরী প্রমুখ।

কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব বাজুস স্ট্যাডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং পবিত্র চন্দ্র ঘোষ, জেলা বাজুস সাধারণ সম্পাদক নিলয় কুমার ভদ্র, সাবেক সভাপতি নিমাই চন্দ্র বকসি, সহসাধারণ সম্পাদক অসিত কুমার সরকার ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর