রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভুয়া কাগজে শিক্ষা প্রকল্পের কাজ পাওয়ার অভিযোগ

ভাঙ্গা প্রতিনিধি

ভুয়া কাগজপত্র দেখিয়ে একটি এনজিওর বিরুদ্ধে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর একটি কর্মসূচিতে তালিকাভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন হাইলাইট ফাউন্ডেশন নামের এনজিওর চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম। ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা কার্যালয় সংলগ্ন হাইলাইট ফাউন্ডেশন নামক এনজিওর প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এ লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, আউট অব স্কুল চিলড্রেন (পিইডিপি-৪) কর্মসূচি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্তৃপক্ষ ফরিদপুর জেলার ভাঙ্গা, সালথা, মধুখালী, সদরপুর, আলফাডাঙ্গা, সদর উপজেলা ও ফরিদপুর পৌরসভায় ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করার জন্য কর্মসূচি গ্রহণ করে। এ কাজটি নেওয়ার প্রথম শর্ত হচ্ছে ওই এনজিওর ২৫ লাখ টাকা ব্যাংক স্থিতি থাকতে হবে। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে কাজ দেওয়া হয়েছে।

পরবর্তীতেও কাজে অনিয়ম হচ্ছে। তিনি বলেন, সব শর্ত পূরণ করার পরও হাইলাইট ফাউন্ডেশনকে কাজ দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ভাঙ্গা উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য ৭০টি কেন্দ্র রয়েছে। এ কেন্দ্রগুলো সাইনবোর্ড ও কাগজপত্র সর্বস্ব হয়ে আছে। এখানে ঝরে পড়াদের শিক্ষা দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর