রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মৃতপ্রায় খীরু নদী খনন উদ্বোধন

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকার বুক চিরে বহমান মৃতপ্রায় খীরু নদী খনন কাজের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে উপজেলার রাজৈ ইউনিয়নের পারুলদিয়া বাজারে ওই খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজিম উদ্দিন আহমেদ ধনু। নাব্য রক্ষায় ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৬৪ জেলার অভ্যন্তরে ছোট নদী, খাল এবং জলাশয় (প্রথম পর্যায়) (দ্বিতীয় সংশোধনী) শীর্ষক প্রকল্পের আওতায় ময়মনসিংহের খীরু নদীর খনন কাজ শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছে ভালুকাবাসী। খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার রাজৈ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুজ্জামান খানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ঠিকাদার মো. আরিফুল ইসলাম প্রমুখ। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ওই প্রকল্পের আওতায় উপজেলার পারুলদিয়া এলাকার শিমুলতলী গোদারাঘাট থেকে মল্লিকবাড়ি ঘুনিরঘাট ব্রিজ পর্যন্ত মোট ২৪.৩ কি.মি. খনন কাজ সম্পন্ন হবে।

ভালুকা অংশে খীরু নদীর ২০ মিটার গভীরতায় মোট ২৪.৩ কি.মি. এলাকা খনন কাজের দায়িত্বে রয়েছে ইসলাম ট্রেডিং- ন্যাচারাল (জেভি)। চলতি বছরের জুনের ৩০ তারিখের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর