রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দের স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত শুক্রবার রাত ৮টায় শহরের টিনপট্টি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। তিনি বগুড়া-৬ আসনে উপনির্বাচন কমিশনের নিযুক্ত নির্বাহী কর্মকর্তা। দন্ডিত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দের স্ত্রী। আবদুল মান্নান আকন্দ বগুড়া (সদর) আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৬ (সদর) ও ৪ আসনে (কাহালু-নন্দীগ্রাম) নির্বাচন কমিশন থেকে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে। তারা নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন। একই সঙ্গে নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ নিজ বাড়িতে ডিজিটাল ডিসপ্লেতে ব্যানার টানিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। এটি সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি-বহির্ভূত।

ঘটনার সময় আবদুল মান্নান আকন্দ বাড়িতে না থাকায় তার স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার স্ত্রী মনোয়ারা বেগম জরিমানার টাকা পরিশোধ করেন। তিনি আরও জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীকে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর