রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মুক্তিযোদ্ধা হত্যার প্রতিবাদে উত্তাল লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রাম পৌর এলাকায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে বীর মুক্তিযোদ্ধা, পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা এম ওয়াজেদ আলী (৬৮) নিহতের প্রতিবাদে উত্তাল লালমনিরহাট। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে পৌর শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। মিছিলটি পাটগ্রাম মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ধরলা মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউরুজ্জামান ফারুক, জাকির হোসেন, আবদুর রশিদ ও পাটগ্রাম পৌর কাউন্সিলর আজিজুল ইসলাম দুলাল। বক্তারা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে কঠোর আন্দোলনে যাবেন তারা। একই সঙ্গে আগামী তিন দিন কালোবাজ ধারণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, মুক্তিযোদ্ধা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ। লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার রাত সাড়ে পৌর এলাকার পোস্ট অফিস পাড়ার নিজ বাসার সামনে এম ওয়াজেদ আলীর ওপর হামলা হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ছিলেন এম ওয়াজেদ আলী। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ওয়াজেদ আলী কলেজ থেকে অবসরের পর বাসায় বেশি সময় কাটাতেন। তিনি ভালো মানুষ ছিলেন। কারও সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না। তাকে দুর্বৃত্তরা এভাবে হত্যা করবে কখনো ভাবতে পারিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর