মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি, সুপ্রাকান্দি, কুবঝার, পশ্চিমভাগ, সুবিদপুর ও গোবিন্দপুরের শত শত কৃষক পানির অভাবে চাষাবাদ করতে পারছেন না। এসব এলাকার প্রায় ২ হাজার একর জমি পানি সংকটে অনাবাদি পড়ে আছে। শাখাখালে পানির প্রবাহ কম থাকায় কয়েক বছর ধরে এখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থায়ীভাবে সমাধানের কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। জানা যায়, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি, সুপ্রাকান্দি, জালাই, ছত্রিসের বন্দ, মাঝের কান্দি, আলাইর ডুগরা, জোয়ালভাঙ্গা কান্দি, বৈরাগির বন্দ, আলগরা, খলখলির বান্ধ, বুড়িঝুড়িপাড় বন্দের প্রায় ২ হাজার একর জমিতে পানি নেই। ট্রাক্টর পড়ে আছে জমিতে। কৃষকরা পানি পেলে জমি চাষ দেবেন এই আশায় আছেন। বীজতলায় চারার কোনোটির বয়স দেড় মাস আবার কোনোটি আর রোপণযোগ্য নেই। চারার পাতা হলুদ হতে শুরু করেছে। উপায় না পেয়ে কেউ কেউ চারা কেটে নিয়ে গরুকে খাওয়াচ্ছেন। জমির সঙ্গে যে সংযোগ নালা রয়েছে তার থেকে অন্তত ১-২ ফুট নিচ দিয়ে শাখাখালের পানি প্রবাহিত হচ্ছে। অথচ এই পানি জমির নালা দিয়ে প্রবেশ করার কথা। খালের পাশে যাদের জমি তারা সেচ দিয়ে ১-২ বিঘা জমি চাষ করছেন। বাকি মাঠ পড়ে আছে শূন্য। কয়েকজন কৃষক গুইর বন্দ ও ইলামের কান্দির বিলে ধান লাগালেও সেখানে পানির অভাবে জমিতে ফাটল দেখা দিয়েছে। সুপ্রাকান্দি গ্রামের কৃষক সৈয়দ জুলফিকার, তাজুল ইসলাম, খালিছ মিয়া, দুরুদ মিয়া, সৈয়দ মিজান ও সোনাটিকি গ্রামের উজ্জ্বল মিয়া জানান, বছরে একবার তারা ধান চাষের সুযোগ পান। সেই ফসলেই সংসার চলে, ছেলে-মেয়ে লেখাপড়া করে। কয়েক বছর ধরে শাখাখাল দিয়ে পানির প্রবাহ কম থাকায় ধান চাষ করতে পারছেন না। পানির জন্য প্রতি বছর ধরণা দেন পাউবো অফিসে। তারা শুধু আশ্বাস দেন। উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, ৪৫ দিনের মধ্যে চারা রোপণ না করতে পারলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। পানি ছাড়ার বিষয়টি আসলে পাউবোর নিয়ন্ত্রণে। আমরা কৃষকের সমস্যার কথা তাদেরকে জানিয়েছি। তারা বিষয়টি সমাধান করবেন বলে জানিয়েছেন। পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল জানান, আমাদের পর্যাপ্ত পানি রয়েছে। স্লুইসগেটগুলো খুলে দিয়ে আসার পর উজানের কৃষক নিজেদের স্বার্থ চিন্তা করে আবার সেগুলো বন্ধ করে দেন। ফলে ভাটির দিকে পানি কম যায়। আমার জনবল সংকট রয়েছে। প্রত্যেক গেটে একজন করে রাখা সম্ভব নয়।
শিরোনাম
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
পানি সংকটে অনাবাদি ২ হাজার একর জমি
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর