শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রাত ১০টার মধ্যে উচ্চ শব্দ বন্ধ না করলে ব্যবস্থা : জেলা পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে বর্তমানে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে সাউন্ড সিস্টেমে গান বাজানো হয় বলে জানিয়েছেন পুলিশ। রাজবাড়ীর একটি জনপ্রিয় ফেসবুক পেজে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. রেজাউল করিম এই তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, উচ্চ শব্দের কারণে শিশু থেকে বয়োবৃদ্ধ, ছাত্র-ছাত্রীসহ সব মানুষের স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। বারবার সতর্ক করা, সাউন্ড সিস্টেম আটক করা হলেও এগুলো বন্ধ করা যাচ্ছে না। কোনো অনুষ্ঠানে এসব সাউন্ড সিস্টেম ব্যবহার করলে তা রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে।

এর ব্যত্যয় হলে এখন থেকে সাউন্ড সিস্টেম সরবরাহকারী ও ব্যবহারকারী উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন ঘটনা সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান করেছেন জেলা পুলিশের এই কর্মকর্তা।  অন্যথায় জেলা পুলিশকে অবহিত করার জন্য তার সরকারি নম্বরে তথ্য দেওয়ার অনুরোধ করেছেন। গতকাল দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে রাজবাড়ীর একটি ফেসবুক গ্রুপের পেজে এসব কথা লিখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, উচ্চ শব্দে  সাউন্ড বক্স বাজানো ক্ষতিকর। আবাসিক এলাকা ও গ্রামের মধ্যে পিকনিক, বিবাহসহ বেশ কিছু সামাজিক অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজনো হয়। সাইন্ড বক্সের ডিজে গান মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত চলে। এগুলো মেনে নেওয়া যাবে না। মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। রাজবাড়ী জেলা পুলিশ শান্তির জন্য সাধারণ মানুষের সঙ্গে আছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীসহ সাধারণ মানুষ। রাজবাড়ীর বাসিন্দা  এরামুল হক বলেন, উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে অনেক সংঘর্ষ পর্যন্ত হয়েছে। কিছু মানুষ আইন অমান্য করে উচ্চ শব্দে ডিজে গান বাজায়। কয়েকটি দৃষ্টান্ত স্থাপন করতে পারলে এগুলো বন্ধ হয়ে যাবে।

সর্বশেষ খবর