শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সাধু আন্তনীর তীর্থোৎসবে মিলনমেলা

গাজীপুর প্রতিনিধি

সাধু আন্তনীর তীর্থোৎসবে মিলনমেলা

গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের কাছে পরম আরাধ্য ব্যক্তিত্ব সাধু আন্তনীর তীর্থোৎসব। উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া গ্রামে গতকাল দুই দফায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় এ তীর্থোৎসব উদযাপন হয়। তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। ১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরা গ্রামে আন্তনীর স্মরণে তীর্থোৎসব হয়ে আসছে। এবার উৎসবে সমাগম হয়েছে লক্ষাধিক মানুষের। নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে ভোর সাড়ে ৬টা ও সকাল সাড়ে ১০টায় দুটি খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়। উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন। এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসসাদিকজামান, কালীগঞ্জ পৌরমেয়র এস এম রবীন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সাধু আন্তনী অলৌকিক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক পুরুষ ছিলেন। ১১৯৫ খ্রিস্টাব্দে ইউরোপে (পর্তুগাল) জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন কাটে ইতালিতে। সাধুর অনুসারীরা বিশ্বাস করেন তার সঙ্গে শিশু যিশুর সাক্ষাৎ ঘটেছিল। এর মধ্য দিয়ে আন্তনী অলৌকিক ক্ষমতা অর্জন করেন।

সর্বশেষ খবর