সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজে অগ্রগতি

আর্থিক সমৃদ্ধি, বিনোদন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে  রংপুরে  এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজ। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিজ্ঞান শিক্ষার পাশাপাশি খুলবে জ্ঞানের নতুন দুয়ার। জানা গেছে, রংপুর সদর উপজেলার দেবীপুর-গঙ্গাহরি মৌজায় রংপুর-দিনাজপুর সড়কের পাশে ১০ একর জমিতে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ কাজ শুরু হয়েছে। ১২১ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পান গত বছরের ২৮ ডিসেম্বর। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি মনিটরিং করছে বিভাগীয় গণপূর্ত অধিদফতর রংপুর। এর আগে জমির সীমানা নির্ধারণ ও প্রকল্পের অনুকূলে জমি হস্তান্তর করা হয়েছে। জমির ডিজিটাল সার্ভে, সয়েলটেস্ট ও স্ট্রাকচার ডিজাইন সম্পন্ন করা হয়েছে। নির্মাণ কাজের মধ্যে রয়েছে প্ল্যানেটরিয়াম ভবন, অফিস ভবন, বাউন্ডারি ওয়াল এবং ডরমেটরি ভবন। কার্যাদেশ পাওয়ার পরেই শুরু হয় কর্মযজ্ঞ। ১৭ জন কর্মকর্তা এবং ১২০ জন শ্রমিক নভোথিয়েটার নির্মাণের নানা কাজে ব্যস্ত সময় পার করছেন। বঙ্গবন্ধু নভোথিয়েটারটি নির্মাণ হলে স্থানীয় জনগণের আর্থিক সমৃদ্ধি, বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্পটি নির্মাণ হলে এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশবিষয়ক প্রদর্শনী, ৫-ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারি ও ৫-ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। নভোথিয়েটার সংলগ্ন শিশুদের জন্য একটি পার্ক, খেলাধুলার মাঠ থাকবে। স্থানীয় মহিউদ্দিনসহ অনেকেই বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারটি  চালু হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে।

সূত্র মতে, একনেক বৈঠকে রংপুরে বঙ্গবন্ধু নভোথিয়েটার নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি প্রদান করার পর গত বছরের ৩ নভেম্বর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। জানুয়ারি মাসের শুরুতে নির্মাণ কাজ শুরু হয়। সহকারী প্রকল্প পরিচালক সামছুর রেজা (অতিরিক্ত দায়িত্ব) জানান, প্রকল্পের এ পর্যন্ত ২০ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর