পথশিশু বলতেই চোখে ভাসে কিছু শিশুর মলিন মুখ। কেউ কাগজ কুড়ায়। কেউ প্লাস্টিক, লোহার ভাঙা অংশ খোঁজে। মুখে অশালীন সব ভাষা। কুমিল্লা নগরীর এই দৃশ্য আরও করুণ। টাউন হল ও কান্দিরপাড়ের আশপাশের কিছু শিশু বুঝ হওয়ার আগেই মাদকে বুঁদ হয়। এমন শতাধিক শিশুকে শিক্ষার আলো দেখিয়েছেন কিছু স্কুল-কলেজের শিক্ষার্থী। অবহেলিত শিশুরা এখন বিভিন্ন স্কুলে পড়ছে। ভালো ফল করছে। সেই শিশুদের মুখে এখন ভদ্র ভাষা। গায়ে মার্জিত পোশাক। স্বপ্ন আকাশ ছোঁয়ার। কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষক কেউ চিকিৎসক হতে চান। এসব শিশু নিয়ে গত মঙ্গলবার বিশ্ব ভালোবাসা দিবসে আনন্দ আয়োজন করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ। নগরীর একটি মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা, ছড়া-কবিতা আবৃত্তি, গান-নাচ, র্যাফেল ড্র ও ভালো খাবারের আয়োজন করা হয়।
অষ্টম শ্রেণির মোবারক হোসেন, তানিয়া আক্তার ও নবম শ্রেণির সামিয়া আক্তার বলেন, আমাদের লেখাপড়া হতো না। অন্বেষণের মামারা আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। কলম, খাতা, পোশাক কিনে দিয়েছেন। বিভিন্ন উৎসবে আমাদের পাশে এসে দাঁড়ান। এখন আমরা বড় স্বপ্ন দেখা শিখেছি।