নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের ফসল রক্ষায় ডুবন্ত বাঁধ নির্মাণ এগিয়ে চললেও খালিয়াজুরী উপজেলার কাজ নিয়ে কৃষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বারবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠে থেকে দ্রুত কাজ করাতে বলে দেওয়ার পরও খালিয়াজুরী উপজেলায় ২২-৩১ জানুয়ারি দেখা গেছে ৮ থেকে ১০ কিলোমিটারজুড়ে কাজের মানুষ নেই। ভেকু পড়ে আছে। খালিয়াজুরী উপজেলায় কাজের গতি নিয়ে সংশয় দেখা দিয়েছে সবার মাঝে। সবশেষ গত বৃহস্পতিবার দিনভর দেখা গেছে খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সামনের বাঁধের কাজে কোনো শ্রমিক নেই। অচল পড়ে আছে ভেকু মেশিন। মাটি ফেলা হয়েছে যা তাও ফাঁকা ফাঁকা। কৃষক হেলাল মিয়া, সুন্দর আলী, হেকমত আলীসহ কয়েকজন জানান, ‘ঢিমেতালে খালিয়াজুরীতে কাজ হচ্ছে। মনে হয় না সময়ের মধ্যে শেষ হবে। কোনোভাবে লামছাম দেখিয়ে দেবে। মাটিগুলো শক্ত হবে না। এতে পানি আসলেই বাঁধ আবারও ভাঙবে।’ বোয়ালি গ্রামের আল আমিন কমিনি বলেন, ‘খালিয়াজুরীর পিআইসিগুলোর কয়েকটা মাত্র কাজ করছে। বেশির ভাগই ফাঁকিজুকি। এতে সরকারের অর্থ খরচসহ সংশিষ্টদের কষ্ট বৃথা যাবে।’ জানা যায়, নেত্রকোনার সাতটি উপজেলার মধ্যে সিংহভাগ কাজই খালিয়াজুরীর হাওরে। জেলার ২০৬টি পিআইসির মধ্যে ১১৫টিই এ উপজেলায়। সম্প্রতি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নেত্রকোনায় হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। খালিয়াজুরীর বিষয়টি নিয়ে বলেছেন, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে এবং দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ধান কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই হাওরে থাকবে বাকি দিনগুলো। সরজেমিন ঘুরে দেখা যায়, জেলার হাওরাঞ্চলের ৩৮০ কিলোমিটার বাঁধের মধ্যে ২১৬ দশমিক ৭৪ কিলোমিটার ডুবন্ত। এবার ডুবন্ত বাঁধে কাজ শুরু হয়েছে আগে ভাগেই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ