নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের ফসল রক্ষায় ডুবন্ত বাঁধ নির্মাণ এগিয়ে চললেও খালিয়াজুরী উপজেলার কাজ নিয়ে কৃষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বারবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠে থেকে দ্রুত কাজ করাতে বলে দেওয়ার পরও খালিয়াজুরী উপজেলায় ২২-৩১ জানুয়ারি দেখা গেছে ৮ থেকে ১০ কিলোমিটারজুড়ে কাজের মানুষ নেই। ভেকু পড়ে আছে। খালিয়াজুরী উপজেলায় কাজের গতি নিয়ে সংশয় দেখা দিয়েছে সবার মাঝে। সবশেষ গত বৃহস্পতিবার দিনভর দেখা গেছে খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সামনের বাঁধের কাজে কোনো শ্রমিক নেই। অচল পড়ে আছে ভেকু মেশিন। মাটি ফেলা হয়েছে যা তাও ফাঁকা ফাঁকা। কৃষক হেলাল মিয়া, সুন্দর আলী, হেকমত আলীসহ কয়েকজন জানান, ‘ঢিমেতালে খালিয়াজুরীতে কাজ হচ্ছে। মনে হয় না সময়ের মধ্যে শেষ হবে। কোনোভাবে লামছাম দেখিয়ে দেবে। মাটিগুলো শক্ত হবে না। এতে পানি আসলেই বাঁধ আবারও ভাঙবে।’ বোয়ালি গ্রামের আল আমিন কমিনি বলেন, ‘খালিয়াজুরীর পিআইসিগুলোর কয়েকটা মাত্র কাজ করছে। বেশির ভাগই ফাঁকিজুকি। এতে সরকারের অর্থ খরচসহ সংশিষ্টদের কষ্ট বৃথা যাবে।’ জানা যায়, নেত্রকোনার সাতটি উপজেলার মধ্যে সিংহভাগ কাজই খালিয়াজুরীর হাওরে। জেলার ২০৬টি পিআইসির মধ্যে ১১৫টিই এ উপজেলায়। সম্প্রতি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নেত্রকোনায় হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। খালিয়াজুরীর বিষয়টি নিয়ে বলেছেন, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে এবং দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ধান কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই হাওরে থাকবে বাকি দিনগুলো। সরজেমিন ঘুরে দেখা যায়, জেলার হাওরাঞ্চলের ৩৮০ কিলোমিটার বাঁধের মধ্যে ২১৬ দশমিক ৭৪ কিলোমিটার ডুবন্ত। এবার ডুবন্ত বাঁধে কাজ শুরু হয়েছে আগে ভাগেই।
শিরোনাম
- আজ পবিত্র শবে বরাত
- রাজধানীতে ৩০ রাউন্ড গুলিসহ গ্রেফতার দুই
- 'খুনি হাসিনাকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে'
- ল্যাবের জানালা ভেঙে বিদ্যালয়ের ১৪টি ল্যাপটপ চুরি
- বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার
- 'নতুন বাংলাদেশ গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায় সব ধরনের সহায়তা দিচ্ছে'
- বাংলাদেশে স্টারলিংক আনার বিষয়ে ড. ইউনূস-ইলন মাস্কের আলোচনা
- দুই সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা
- প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবে : প্রধান বিচারপতি
- বার্ষিক আয়ে শীর্ষে রোনালদো, মেসি-নেইমারের অবস্থান কোথায়?
- অভ্যুত্থানে নিহত একজনের পরিচয় মিলল ডিএনএ টেস্টে
- বিতর্কের ঝড় রণবীরকে ঘিরে, সেলিব্রিটিদের তীব্র প্রতিক্রিয়া
- ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
- ৮ বছর পর নাফ নদে মাছ ধরার অনুমতি
- টেক ওয়ার: ইলন মাস্ককে ‘অসুখী মানুষ’ বললেন স্যাম
- ডুয়েটে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে সেমিনার, কী-নোট স্পিকার বোয়িং-এর সিনিয়র ইঞ্জিনিয়ার
- মোদির সঙ্গে বৈঠকের আগে কর নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট ট্রাম্পের!
- জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, আহত ২০
- বাংলাদেশের সাথে দুবাইয়ে অনুশীলন করবেন খালেদ-হাসান
- বরিশালের নদীতে নৌবাহিনীর বিশেষ অভিযান, জব্দ বিপুল পরিমাণ অবৈধ জাল
শঙ্কা কাটেনি হাওরের কৃষকের
খালিয়াজুরীতে বাঁধ নির্মাণে ধীরগতি
আলপনা বেগম, নেত্রকোনা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর