নেত্রকোনা জেলার হাওরাঞ্চলের ফসল রক্ষায় ডুবন্ত বাঁধ নির্মাণ এগিয়ে চললেও খালিয়াজুরী উপজেলার কাজ নিয়ে কৃষকরা শঙ্কা প্রকাশ করেছেন। বারবার সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাঠে থেকে দ্রুত কাজ করাতে বলে দেওয়ার পরও খালিয়াজুরী উপজেলায় ২২-৩১ জানুয়ারি দেখা গেছে ৮ থেকে ১০ কিলোমিটারজুড়ে কাজের মানুষ নেই। ভেকু পড়ে আছে। খালিয়াজুরী উপজেলায় কাজের গতি নিয়ে সংশয় দেখা দিয়েছে সবার মাঝে। সবশেষ গত বৃহস্পতিবার দিনভর দেখা গেছে খালিয়াজুরীর মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের সামনের বাঁধের কাজে কোনো শ্রমিক নেই। অচল পড়ে আছে ভেকু মেশিন। মাটি ফেলা হয়েছে যা তাও ফাঁকা ফাঁকা। কৃষক হেলাল মিয়া, সুন্দর আলী, হেকমত আলীসহ কয়েকজন জানান, ‘ঢিমেতালে খালিয়াজুরীতে কাজ হচ্ছে। মনে হয় না সময়ের মধ্যে শেষ হবে। কোনোভাবে লামছাম দেখিয়ে দেবে। মাটিগুলো শক্ত হবে না। এতে পানি আসলেই বাঁধ আবারও ভাঙবে।’ বোয়ালি গ্রামের আল আমিন কমিনি বলেন, ‘খালিয়াজুরীর পিআইসিগুলোর কয়েকটা মাত্র কাজ করছে। বেশির ভাগই ফাঁকিজুকি। এতে সরকারের অর্থ খরচসহ সংশিষ্টদের কষ্ট বৃথা যাবে।’ জানা যায়, নেত্রকোনার সাতটি উপজেলার মধ্যে সিংহভাগ কাজই খালিয়াজুরীর হাওরে। জেলার ২০৬টি পিআইসির মধ্যে ১১৫টিই এ উপজেলায়। সম্প্রতি পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম নেত্রকোনায় হাওরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। খালিয়াজুরীর বিষয়টি নিয়ে বলেছেন, বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে এবং দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের ধান কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সবাই হাওরে থাকবে বাকি দিনগুলো। সরজেমিন ঘুরে দেখা যায়, জেলার হাওরাঞ্চলের ৩৮০ কিলোমিটার বাঁধের মধ্যে ২১৬ দশমিক ৭৪ কিলোমিটার ডুবন্ত। এবার ডুবন্ত বাঁধে কাজ শুরু হয়েছে আগে ভাগেই।
শিরোনাম
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী