বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

নওগাঁয় ৭৭২ জন যক্ষ্মারোগী শনাক্ত

নওগাঁ প্রতিনিধি

বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে, জীবন বাঁচাই সবাই মিলে এই স্লোগানে নওগাঁকে যক্ষ্মামুক্ত করার প্রত্যয় নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নওগাঁ জেলা শাখার আয়োজনে গতকাল সকালে নওগাঁ প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ। এছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাকলী, নাটাবের জেলা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। প্রধান অতিথির বক্তব্যে ডা. মুনির আলী আকন্দ বলেন, আমাদের একটা টার্গেট আছে ২০৩০ সালের মধ্যে যক্ষ্মায় যে মৃত্যুর হার তা একেবারে শূন্যের কাছাকাছি নামিয়ে আনা। যারা যক্ষ্মা রোগী হিসেবে শনাক্ত হয়েছে তাদের পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা।

সর্বশেষ খবর