ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন। গ্রেফতাররা হলেন- ফিরোজ, মোহন ও সাজ্জাদ। সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।