হবিগঞ্জ শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে যানজট। যত্রতত্র পার্কিং, অদক্ষ কিশোর চালকদের দিয়ে যানবাহন চালানোর কারণে দিন দিন যানজট বেড়েই চলেছে। ঘটছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। এ ছাড়া টমটমের ভাড়া নিয়েও কাটেনি জটিলতা। প্রতিদিনই ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের হচ্ছে বাগবিতন্ডা ও হাতাহাতি। ফলে একদিকে যানজট অন্যদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যে নাভিশ্বাস করে তুলেছে শহরবাসীকে। যাত্রীরা বলছেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো যানবাহন চালাচ্ছে। যেখানে সেখানে পার্কিং করছে। যে কারণে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। যদিও যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচলরোধে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হবিগঞ্জ ট্রাফিক বিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ৯.০৫ বর্গ কিলোমিটার আয়াতনের ছোট এ পৌরসভায় চলাচলের জন্য ১৩০০ টমটমের অনুমোদন দেওয়া হয়। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। ১৩০০ টমটম চলাচলের অনুমোদন দেওয়া হলেও পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতে চলাচল করে দ্বিগুণেরও বেশি টমটম। যে কারণে শহরের প্রধান সড়ক ও বাইপাস সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যদিও পৌর এলাকায় চলাচলের জন্য বৈধ এবং অবৈধ টমটম চিহ্নিত করতে পৌরসভা অনুমোদিত টমটমগুলোতে হলুদ রং করে দিয়েছে। কিন্তু দেখবালের অভাবে কাজের কাজ হচ্ছে না কিছুই। মাঝেমধ্যে অভিযান চালিয়ে অবৈধ টমটম আটক করা হলেও কার্যকর কোনো সুফল পাচ্ছে না শহরবাসী। অভিযোগ রয়েছে, নতুন বছরের শুরু থেকেই অধিকাংশ টমটম চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। গত বছর প্রধান সড়ক ভাঙা থাকা ও করোনার কারণে ৫ টাকার জায়গায় ১০-১৫ টাকা করে আদায় করা হয়েছিল। ফলে যাত্রীদের সঙ্গে একের পর এক বাগবিত-ন্ডাসহ মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের শায়েস্তানগর বাজার থেকে চৌধুরীবাজার এবং চৌধুরীবাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একজন যাত্রীর জন্য ১০ টাকা, আর উঠানামা ৫ টাকা ঘোষণা দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাও মানছেন না চালকরা।
শিরোনাম
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য
- বাগেরহাটে উন্নত পদ্ধতিতে চিংড়ি চাষ ও খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
- গাজা চুক্তি নিয়ে আলোচনা করতে ইসরায়েল যাচ্ছেন মিসরের গোয়েন্দা প্রধান
- নারায়ণগঞ্জে শহীদ জিয়া হল পুনঃনির্মাণের দাবি
- যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে উড়ে গেলেন জেডি ভ্যান্স
- প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় বিএনপি প্রতিনিধি দল