হবিগঞ্জ শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে যানজট। যত্রতত্র পার্কিং, অদক্ষ কিশোর চালকদের দিয়ে যানবাহন চালানোর কারণে দিন দিন যানজট বেড়েই চলেছে। ঘটছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। এ ছাড়া টমটমের ভাড়া নিয়েও কাটেনি জটিলতা। প্রতিদিনই ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের হচ্ছে বাগবিতন্ডা ও হাতাহাতি। ফলে একদিকে যানজট অন্যদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যে নাভিশ্বাস করে তুলেছে শহরবাসীকে। যাত্রীরা বলছেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো যানবাহন চালাচ্ছে। যেখানে সেখানে পার্কিং করছে। যে কারণে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। যদিও যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচলরোধে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হবিগঞ্জ ট্রাফিক বিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ৯.০৫ বর্গ কিলোমিটার আয়াতনের ছোট এ পৌরসভায় চলাচলের জন্য ১৩০০ টমটমের অনুমোদন দেওয়া হয়। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। ১৩০০ টমটম চলাচলের অনুমোদন দেওয়া হলেও পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতে চলাচল করে দ্বিগুণেরও বেশি টমটম। যে কারণে শহরের প্রধান সড়ক ও বাইপাস সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যদিও পৌর এলাকায় চলাচলের জন্য বৈধ এবং অবৈধ টমটম চিহ্নিত করতে পৌরসভা অনুমোদিত টমটমগুলোতে হলুদ রং করে দিয়েছে। কিন্তু দেখবালের অভাবে কাজের কাজ হচ্ছে না কিছুই। মাঝেমধ্যে অভিযান চালিয়ে অবৈধ টমটম আটক করা হলেও কার্যকর কোনো সুফল পাচ্ছে না শহরবাসী। অভিযোগ রয়েছে, নতুন বছরের শুরু থেকেই অধিকাংশ টমটম চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। গত বছর প্রধান সড়ক ভাঙা থাকা ও করোনার কারণে ৫ টাকার জায়গায় ১০-১৫ টাকা করে আদায় করা হয়েছিল। ফলে যাত্রীদের সঙ্গে একের পর এক বাগবিত-ন্ডাসহ মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের শায়েস্তানগর বাজার থেকে চৌধুরীবাজার এবং চৌধুরীবাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একজন যাত্রীর জন্য ১০ টাকা, আর উঠানামা ৫ টাকা ঘোষণা দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাও মানছেন না চালকরা।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
হবিগঞ্জে পার্কিংয়ে বিশৃঙ্খলা বাড়ছে যানজট, ভোগান্তি
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর