হবিগঞ্জ শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে যানজট। যত্রতত্র পার্কিং, অদক্ষ কিশোর চালকদের দিয়ে যানবাহন চালানোর কারণে দিন দিন যানজট বেড়েই চলেছে। ঘটছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। এ ছাড়া টমটমের ভাড়া নিয়েও কাটেনি জটিলতা। প্রতিদিনই ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের হচ্ছে বাগবিতন্ডা ও হাতাহাতি। ফলে একদিকে যানজট অন্যদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যে নাভিশ্বাস করে তুলেছে শহরবাসীকে। যাত্রীরা বলছেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো যানবাহন চালাচ্ছে। যেখানে সেখানে পার্কিং করছে। যে কারণে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। যদিও যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচলরোধে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হবিগঞ্জ ট্রাফিক বিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ৯.০৫ বর্গ কিলোমিটার আয়াতনের ছোট এ পৌরসভায় চলাচলের জন্য ১৩০০ টমটমের অনুমোদন দেওয়া হয়। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। ১৩০০ টমটম চলাচলের অনুমোদন দেওয়া হলেও পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতে চলাচল করে দ্বিগুণেরও বেশি টমটম। যে কারণে শহরের প্রধান সড়ক ও বাইপাস সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যদিও পৌর এলাকায় চলাচলের জন্য বৈধ এবং অবৈধ টমটম চিহ্নিত করতে পৌরসভা অনুমোদিত টমটমগুলোতে হলুদ রং করে দিয়েছে। কিন্তু দেখবালের অভাবে কাজের কাজ হচ্ছে না কিছুই। মাঝেমধ্যে অভিযান চালিয়ে অবৈধ টমটম আটক করা হলেও কার্যকর কোনো সুফল পাচ্ছে না শহরবাসী। অভিযোগ রয়েছে, নতুন বছরের শুরু থেকেই অধিকাংশ টমটম চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। গত বছর প্রধান সড়ক ভাঙা থাকা ও করোনার কারণে ৫ টাকার জায়গায় ১০-১৫ টাকা করে আদায় করা হয়েছিল। ফলে যাত্রীদের সঙ্গে একের পর এক বাগবিত-ন্ডাসহ মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের শায়েস্তানগর বাজার থেকে চৌধুরীবাজার এবং চৌধুরীবাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একজন যাত্রীর জন্য ১০ টাকা, আর উঠানামা ৫ টাকা ঘোষণা দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাও মানছেন না চালকরা।
শিরোনাম
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
হবিগঞ্জে পার্কিংয়ে বিশৃঙ্খলা বাড়ছে যানজট, ভোগান্তি
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর