হবিগঞ্জ শহরে অস্বাভাবিকভাবে বেড়েছে যানজট। যত্রতত্র পার্কিং, অদক্ষ কিশোর চালকদের দিয়ে যানবাহন চালানোর কারণে দিন দিন যানজট বেড়েই চলেছে। ঘটছে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা। এ ছাড়া টমটমের ভাড়া নিয়েও কাটেনি জটিলতা। প্রতিদিনই ভাড়া নিয়ে চালকদের সঙ্গে যাত্রীদের হচ্ছে বাগবিতন্ডা ও হাতাহাতি। ফলে একদিকে যানজট অন্যদিকে ভাড়া নিয়ে নৈরাজ্যে নাভিশ্বাস করে তুলেছে শহরবাসীকে। যাত্রীরা বলছেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে যে যার মতো যানবাহন চালাচ্ছে। যেখানে সেখানে পার্কিং করছে। যে কারণে যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। যদিও যানজট নিরসন ও অবৈধ যানবাহন চলাচলরোধে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হবিগঞ্জ ট্রাফিক বিভাগ। খোঁজ নিয়ে জানা যায়, ৯.০৫ বর্গ কিলোমিটার আয়াতনের ছোট এ পৌরসভায় চলাচলের জন্য ১৩০০ টমটমের অনুমোদন দেওয়া হয়। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। ১৩০০ টমটম চলাচলের অনুমোদন দেওয়া হলেও পৌরসভা ও আশপাশের এলাকাগুলোতে চলাচল করে দ্বিগুণেরও বেশি টমটম। যে কারণে শহরের প্রধান সড়ক ও বাইপাস সড়কে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যদিও পৌর এলাকায় চলাচলের জন্য বৈধ এবং অবৈধ টমটম চিহ্নিত করতে পৌরসভা অনুমোদিত টমটমগুলোতে হলুদ রং করে দিয়েছে। কিন্তু দেখবালের অভাবে কাজের কাজ হচ্ছে না কিছুই। মাঝেমধ্যে অভিযান চালিয়ে অবৈধ টমটম আটক করা হলেও কার্যকর কোনো সুফল পাচ্ছে না শহরবাসী। অভিযোগ রয়েছে, নতুন বছরের শুরু থেকেই অধিকাংশ টমটম চালকরা নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। গত বছর প্রধান সড়ক ভাঙা থাকা ও করোনার কারণে ৫ টাকার জায়গায় ১০-১৫ টাকা করে আদায় করা হয়েছিল। ফলে যাত্রীদের সঙ্গে একের পর এক বাগবিত-ন্ডাসহ মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরের শায়েস্তানগর বাজার থেকে চৌধুরীবাজার এবং চৌধুরীবাজার থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত সরাসরি একজন যাত্রীর জন্য ১০ টাকা, আর উঠানামা ৫ টাকা ঘোষণা দেওয়া হয়। কিন্তু বর্তমানে তাও মানছেন না চালকরা।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
হবিগঞ্জে পার্কিংয়ে বিশৃঙ্খলা বাড়ছে যানজট, ভোগান্তি
জাকারিয়া চৌধুরী, হবিগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর