শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রূপগঞ্জে বিস্ফোরণের পর গার্মেন্টে আগুন

টঙ্গীতে পুড়ল ফার্নিচার কারখানা ও গুদাম

রূপগঞ্জ ও টঙ্গী প্রতিনিধি

রূপগঞ্জে বিস্ফোরণের পর গার্মেন্টে আগুন

অন্তিম নিটিং কারখানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই দিন গাজীপুরের টঙ্গীতে একটি ফার্নিচার কারখানা ও গুদামে আগুন লেগেছে। দমকল বাহিনীর কর্মকর্তা আলমগীর হোসেন জানান, অন্তিম নিটিং অ্যান্ড ফিনিশিং কারখানায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৭তলা ফ্লোরের পাকা দেওয়াল ভেঙে উড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁয়ের তিনটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণ থেকে আগুনের সৃষ্টি হলেও এর কারণ খুঁজে পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হাসান বলেন, সকালে টঙ্গীর সাতাইশ দক্ষিণপাড়া এলাকায় একটি আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কয়েক লাখ টাকার মাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

সর্বশেষ খবর