সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মাছধরা ট্রলারে ডাকাতি আহত ১৫

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়। জেলেদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তখন ওই ট্রলারে হানা দেয় ডাকাত দল। তারা ট্রলারে থাকা ১৫ জেলেকে মারধর করে সর্বস্ব লুটে নেয়। পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শনিবার ঘটনাটি ঘটেছে। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলার মালিক বাদশা মিয়া। ডাকাতির শিকার ট্রলারের নাম এফবি ভাই ভাই। আহত জেলেদের মধ্যে সাহাব উদ্দিন, লিটন, হাসান, জাহাঙ্গীর, হোসেন আলী ও আবদুল্লাহর নাম জানা গেছে। ট্রলার মালিক বাদশা মিয়া বলেন, গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন ট্রলারের ১৫ জন জেলে। শনিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় তিনটি ট্রলার ২৫-৩০ জন সশস্ত্র ডাকাত এসে বিকল হওয়া ট্রলারে হামলা চালায়।

 

সর্বশেষ খবর