লালমনিরহাটের বিস্তীর্ণ তিস্তার চরে ব্যাপকহারে গম আবাদ হয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের তুলনায় বেশি জমিতে গম চাষ করেছেন কৃষকরা। গম চাষে কৃষকের আগ্রহ যেমন তেমন এ মৌসুমে ব্যাপক মুনাফার আশাও করছেন তারা। জানা যায়, তিস্তার চরাঞ্চলে গত বছর যে সব জমিতে তামাক চাষ হতো। এবার সেসব জমি গমের সবুজ পাতায় ছেয়ে গেছে। এখন শুধু ফলনের অপেক্ষা। কয়েক বছর আগে ব্লাস্ট রোগের কারণে কৃষক গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সেই সংকট পেরিয়ে কৃষি অফিসের পরামর্শ নিয়ে গম চাষে আগ্রহী হয়ে উঠেন চাষিরা। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের ভূমিকাও ছিল প্রশংসনীয়। এই মৌসুমে বাম্পার ফলনের আশা করছে তিস্তা পাড়ের চাষিরা। কৃষি অফিসের সংশ্লিষ্টরা বলছেন এবার জেলার কোথাও ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়নি। কৃষক গোলাম রসূল বলেন, আমি ১ বিঘা জমিতে গম আবাদ করেছি। সাধারণত শীতে গম খেত নষ্ট হলেও এবার তেমন ক্ষতি হয়নি। ফলে ভালো ফলন পাওয়া যাবে। কৃষক আবদুল জব্বার মিয়া বলেন, গত বছর ব্লাস্ট রোগের কারণে গম আবাদ করে লোকসান গুনতে হয়েছিল। এবার কৃষি অফিসের পরামর্শে আবারও গম চাষ করেছি। এখন পর্যন্ত আবাদ ভালোই আছে। সব ঠিকঠাক থাকলে লাভের মুখ দেখতে পারব। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হামিদুর রহমান বলেন, চলতি মৌসুমে জেলায় ৪০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। কৃষি অফিসের পরামর্শে এই মৌসুমে কৃষকদের গম চাষে আগ্রহী করে তোলা হয়। আমরা তামাক আবাদে কৃষকদের নিরুৎসাহিত করতে বিকল্প ফসল চাষের জন্য সহায়তার পাশাপাশি উদ্বুদ্ধ করছি। চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা অনেকগুণ বেড়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ