শিরোনাম
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু-সড়ক

লালমনিরহাট প্রতিনিধি

সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু-সড়ক

ধসে গেছে সেতুর সংযোগ সড়ক -বাংলাদেশ প্রতিদিন

গত বছর বন্যায় লালমনিরহাটের পাঁচ উপজেলা এবং শহরে বন্যায় ৩৩টি সেতু-কালভাট এবং ১৪৪ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা। যানবাহন চলাচল করতে না পারায় অনেক এলাকায় শিক্ষার্থীদের বিকল্প পথে যেতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানে। ক্ষতিগ্রস্ত এসব সেতু ও সড়ক মেরামতের উদ্যোগ না নেওয়ায় জরুরি প্রয়োজনে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ। কালিগঞ্জের রুদ্রেশ্বর এলাকার স্কুল শিক্ষার্থী মশিউর রহমান জানান, বন্যায় বিধ্বস্ত তাদের সেতুটি নির্মাণ না করায় প্রতিদিন তিন কিলোমিটার রাস্তা ঘুরে তাকে স্কুলে যেতে হয়। একই কথা জানান, আদিতমারির কৃষক অতুল রায়। তিনি বলেন, বন্যায় বিধ্বস্ত তাদের রাস্তা ঠিক না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমির আইল দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। রাস্তা-সেতু সংস্কার করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক কারার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চর রুদ্রেশ্বর গ্রামে গত বন্যায় ধসে যাওয়া ব্রিজটি ও সংযোগ সড়কটি মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। ব্রিজটি ধসে পড়ায় ওই এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছলেও যেন দেখার কেউ নেই। দীর্ঘদিনের ধসে পড়া ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই অবস্থা উপজেলার ভোটমারি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত তিনটি সড়ক এবং দুটি সেতুর। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী সানজিদ রানা জানান, সব উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য এমপির ডিও লাগে। তাছাড়া কোনো কাজ করার সুযোগ নেই। ইউএনও জহির ইমাম বলেন, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংস্কার বা নির্মাণ করার প্রস্তাবনা পাঠানো হবে।

সর্বশেষ খবর