গত বছর বন্যায় লালমনিরহাটের পাঁচ উপজেলা এবং শহরে বন্যায় ৩৩টি সেতু-কালভাট এবং ১৪৪ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামাঞ্চলের হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা। যানবাহন চলাচল করতে না পারায় অনেক এলাকায় শিক্ষার্থীদের বিকল্প পথে যেতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানে। ক্ষতিগ্রস্ত এসব সেতু ও সড়ক মেরামতের উদ্যোগ না নেওয়ায় জরুরি প্রয়োজনে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামীণ জনপদের মানুষ। কালিগঞ্জের রুদ্রেশ্বর এলাকার স্কুল শিক্ষার্থী মশিউর রহমান জানান, বন্যায় বিধ্বস্ত তাদের সেতুটি নির্মাণ না করায় প্রতিদিন তিন কিলোমিটার রাস্তা ঘুরে তাকে স্কুলে যেতে হয়। একই কথা জানান, আদিতমারির কৃষক অতুল রায়। তিনি বলেন, বন্যায় বিধ্বস্ত তাদের রাস্তা ঠিক না হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমির আইল দিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। রাস্তা-সেতু সংস্কার করে দ্রুত যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক কারার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সরেজমিনে দেখা যায়, কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চর রুদ্রেশ্বর গ্রামে গত বন্যায় ধসে যাওয়া ব্রিজটি ও সংযোগ সড়কটি মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। ব্রিজটি ধসে পড়ায় ওই এলাকার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছলেও যেন দেখার কেউ নেই। দীর্ঘদিনের ধসে পড়া ব্রিজটি পুনর্নির্মাণ না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই অবস্থা উপজেলার ভোটমারি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত তিনটি সড়ক এবং দুটি সেতুর। কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী সানজিদ রানা জানান, সব উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য এমপির ডিও লাগে। তাছাড়া কোনো কাজ করার সুযোগ নেই। ইউএনও জহির ইমাম বলেন, উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সংস্কার বা নির্মাণ করার প্রস্তাবনা পাঠানো হবে।
শিরোনাম
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
সংস্কার হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু-সড়ক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর