মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পাসপোর্ট অফিসে তিন স্তরে দালালি

কুমিল্লা প্রতিনিধি

পাসপোর্ট অফিসে তিন স্তরে দালালি

র‌্যাবের অভিযানে জব্দ পাসপোর্ট ও এনআইডি

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালরা তিন স্তরে দালালি করতেন। দালালির অভিযোগে চক্রের মূলহোতা শাকিল আহম্মেদ সুজনসহ ২৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বিষয়টি জানিয়েছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন। অভিযানে দালালদের কাছে থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, একটি মোবাইল সেট, সাতটি বিভিন্ন সিল, একটি প্যাড, নগদ ৪৩ হাজার টাকা, পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- শাকিল আহম্মেদ সুজন, শাহাদাত হোসেন, মো. শরীফ, মো. মাসুক, লিকন খান, ডালিম সরকার, মো. ইরফান, শওকত আলী, ওজায়ের হোসেন সাকিব, দেলোয়ার হোসেন রোমান, আবদুর রহিম, ইশান আহম্মেদ রাব্বি, মুজিবুর রহমান, সাইফুল ইসলাম, মো. শাফি, মো. তুহিন, রুহুল আমিন রুবেল, মাজহারুল ইসলাম, আবদুল হান্নান বাবুল, হাছিবুল হাসান জিমি, তানজিদ হাসান, মো. ইমরুল হাসান, মো. আবুল কালাম আজাদ ও মো. আবদুল কাইয়ুম। র‌্যাব কর্মকর্তা মেজর সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামিরা সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। মূলত তারা তিনটি গ্রুপে এই কার্যক্রম পরিচালনা করে। যার একটি গ্রুপ সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসে। এই এজেন্টের গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের কাছে রেখে দেয়। অন্য গ্রুপ বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে।

সর্বশেষ খবর