সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জাতীয় আদিবাসী পরিষদের কর্মসূচি

দিনাজপুর প্রতিনিধি 

গতকাল আদিবাসী পরিষদ নানা কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন, নবাবগঞ্জের গিলাইঝুকি সুজনপাড়ায় সেচকাজ বিঘ্নকারী হামলাকারীর বিচারসহ সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করে জাতীয় আদিবাসী পরিষদ দিনাজপুর জেলা শাখার শীতল মার্ডি। এতে শীতল মার্ডি বলেন, দিনাজপুরের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাটসহ সারা দেশের বিভিন্ন জেলা/উপজেলার নির্জন নিভৃত পল্লীতে ক্ষমতাসীন দলীয় নেতা-কর্মীদের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন তারা।

 

সর্বশেষ খবর