বৈদ্যেরছড়া ও কৃষ্ণছড়া। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুটি খাল পুনর্খনন করা হয়েছে। এতে আবাদের আওতায় এসেছে ৫ হাজার একর জমি। জলাবদ্ধতা নিরসন হওয়ায় আউশ-আমন ধানের চাষ বাড়বে। বোরো মৌসুমে খালের পানি দিয়ে সেচ দিতে পারবে। এতে বাড়বে ফসল উৎপাদন। এ নিয়ে খুশি স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্র জানায়, বৈদ্যেরছড়া খালটি ভারত থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর সীমান্ত থেকে শুরু হয়ে দুই কিলোমিটার অতিক্রম করে কৃষ্ণছড়া খালে এসে পতিত হয়েছে। কৃষ্ণছড়া খালটিরও ৭.০৩ কিলোমিটার পুনর্খনন করা হয়েছে। এতে উক্ত এলাকায় জলাবদ্ধতার নিরসন এবং প্রায় ৫ হাজার একর জমির ফসল রক্ষা পাবে। এ দুটি খাল পুনর্খননের পূর্বে মাত্র একটি মৌসুমে ফসল চাষ করা যেত। কিন্তু বিএডিসি দুটি খাল পুনর্খননে দুই মৌসুমে ফসল উৎপাদন করা যাবে। হাজারেরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। এ ছাড়া খাল পুনর্খননে কৃষকরা জমিতে পানি দিয়ে চাষাবাদ করতে পারবেন। এতে কৃষকদের ফসল চাষের খরচ অনেকাংশে হ্রাস পাবে। স্থানীয় কৃষক লোকমান হোসেন ও কামাল উদ্দিন বলেন, এখানের খালগুলো ১০-১২ বছর ধরে পলিতে ভরাট ছিল। তাই মাঠের পানি সরত না। দীর্ঘ সময় মাঠ জলাবদ্ধ থাকত। এ ছাড়া বোরো মৌসুমে খালে পানি থাকত না। মাঠে ফসল ফলানো কষ্ট হতো। এবার ফসল উৎপাদন বাড়বে বলে আশা করছি। বিএডিসি (সেচ) চৌদ্দগ্রাম ইউনিটের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহজালাল মিয়া বলেন, কালিকাপুর, পূর্ব ধনমুড়ি, সেনেরখিল, সাটিশট, ফাল্গুনকরা, আটগ্রাম, চাটিতলা, চান্দিশকরা, ডলবা ও চন্দকরাসহ ১০-১২টি গ্রামের কৃষকের জমি এবার সেচের আওতায় আসবে। পাশাপাশি এলাকার জলাবদ্ধতা কমবে। খালের পাড়ে সড়ক হওয়ায় কৃষকরা সহজে তাদের পণ্য বাড়িতে নিতে পারবেন। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, বর্ষা মৌসুমে ভারতীয় পাহাড়ের বৃষ্টির পানি ও স্থানীয় বৃষ্টির পানি একসঙ্গে এসে প্রায় ৫ হাজার একর ফসলি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। তাই এসব জমিতে আউশ-আমন ধান উৎপাদন করা সম্ভব হতো না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। সে নিরিখে বিএডিসি কাজ করছে। ২ খাল খননে আগামী মৌসুমে ওই এলাকায় ফসল উৎপাদন বাড়বে।
শিরোনাম
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
বৈদ্যেরছড়া ও কৃষ্ণছড়ার পানিতে প্রাণ পাবে ৫ হাজার একর জমি
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর