রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সড়কে প্রতিবন্ধকতা, হার্ডলাইনে প্রশাসন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

‘সড়ক যেন মরণফাঁদ’ শিরোনামে দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিনে’ সংবাদ প্রকাশের পর, সড়কের প্রতিবন্ধকতা অপসারণে মাঠে নেমেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড দেওয়া হয়েছে একাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানকে। উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দখল করে রাখা বালু, পাথর, ইট-কংক্রিট ও নির্মাণসামগ্রী সরিয়ে মাইকিং করে জানানো হয়েছে সতর্ক বার্তা। সড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের এ উদ্যোগ স্বস্তি ফেরে পথচারীদের মধ্যে। সম্প্রতি উপজেলায় সড়ক দখল করে রাখা বালুর স্তূপে মোটরসাইকেল দুর্ঘটনায় নাকিব খান নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় এটিকে হত্যাকান্ড আখ্যায়িত করে প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পরে বাংলাদেশ প্রতিদিনের চোখে উঠে আসে উপজেলাজুড়ে সড়ক দখল করে যত্রতত্র বালু, পাথর, ইট-কংক্রিট, নির্মাণসামগ্রী, গাছ ও মাটি রেখে সৃষ্ট ভয়াবহ প্রতিবন্ধকতার চিত্র। এরপর থেকে যৌথ অভিযানে নামেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)।

গেল বৃহস্পতিবার অলংকারি ইউনিয়নে একটি প্রাইমারি স্কুলের সামনের সড়ক দখল করে ইট ও পাথর রাখায় দায়ে দুই মামলায় দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এর আগে বিশ্বনাথ পৌরশহর, অংলকারি ইউনিয়ন, রামপাশা ও দৌলতপুর ইউনিয়ের বিভিন্ন এলাকায় যৌথ ও পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি মামলার মাধ্যমে ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন ইউএনও ও এসিল্যান্ড। পথচারী ও যানবাহন শ্রমিকরা জানান, সড়ক যথেষ্ট প্রশস্ত নয়। তার ওপরে অসাধু ব্যবসায়ীরা সড়কে নির্মাণসামগ্রী রেখে চলাচলের পথ সংকীর্ণ করে রাখে। এতে প্রায়ই দুর্ঘটনায় পতিত হই আমরা। এ কারণে কয়েক দিন আগে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। প্রশাসনের এমন অভিযানে নির্বিঘ্নে চলাচলের পথ সুগম হয়েছে। এটি যেন অব্যাহত রাখা হয়। এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সরকার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রাস্তায় ইট, বালি রেখে দালান নির্মাণের কাজ করছেন অনেকেই। ফলে সাধারণ জনগণের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং কখনো দুর্ঘটনা ঘটছে। পুরো উপজেলায় মাইকিং করে সড়কে এগুলো না রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। না মানায় এখন জরিমানা করা হচ্ছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর