রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বন পোড়ার ঘটনায় বিট কর্মকর্তা প্রত্যাহার

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টে আগুনে বন পুড়ে ছাই হওয়ায় ঘটনায় সমনভাগ বিট কর্মকর্তা নূরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে সমনভাগ বিট থেকে প্রত্যাহার করে বিভাগীয় বন অফিসে নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম তাকে প্রত্যাহারের আদেশ দেন। নূরুল ইসলাম বন বিভাগের বড়লেখা রেঞ্জের অধীনে সমনভাগ বনবিটে ভারপ্রাপ্ত বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন। বড়লেখা রেঞ্চ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমনভাগ বিটের কর্মকর্তা নুরুল ইসলামকে প্রত্যাহার করেছেন।

তাকে বন বিভাগের সিলেট বিভাগীয় অফিসে সংযুক্ত করা হয়েছে। গত চলতি মাসে পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের সমনভাগ বিটের মাখাল জোরা, আলমবাড়ী ও ধলছড়া এলাকার  সংরক্ষিত বনাঞ্চলে আগুনে পুড়ে ৪০ হেক্টর বন ছাই হয়ে যায়। স্থানীয়রা ১ মার্চ বনে আগুন দেখতে পেয়ে বিট কর্মকর্তাকে জানান। কিন্তু বিট কর্মকর্তা ৭ মার্চ সেই আগুন নেভাতে যান। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। বন বিভাগ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ‘আমরা বিট কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছি। আর তদন্ত কমিটি তাদের তদন্ত করছে। আশা করছি কয়েক দিনের মধ্য প্রতিবেদন পেয়ে যাব’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর