রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রংপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে চলছে হাতি দিয়ে চাঁদাবাজি। দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদাবাজি বেড়ে যাওয়ায় অস্বস্তিতে ব্যবসায়ীরা। জানা যায়, তারাগঞ্জে মহাসড়কের পাশে অবস্থিত ইকরচালী, বামনদীঘি, বালাবাড়ী বাজার, তারাগঞ্জ বেলতলী মোড়, ব্র্যাক মোড়, নতুন চৌপথী বাসস্ট্যান্ড, পুরাতন চৌপথী বাসস্ট্যান্ড, খিয়ারজুম্মা বাজার, চিকলি বাজার, এলাহী বাজার, ধোলাইঘাট, হাজীরহাট, ডাঙ্গীরহাট, বুড়ীরহাটসহ ছোটবড় বাজার। এসব বাজারে বেড়েছে হাতি দিয়ে চাঁদাবাজি। চাঁদা না দিলে অনেক সময় মাহুত হাতি দিয়ে দোকানের মালামাল নষ্ট করে দেন এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখান। তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন অভিযোগ করেন, হাতি দিয়ে চাঁদাবাজি এদের পেশা। আগে বছরে দু-এক বার আসত। এখন মাসে কয়েকবার আসে। এদের কারণে আমরা ব্যবসায়ীরা অস্বস্তিতে রয়েছি। ব্যবসাপ্রতিষ্ঠানের ধরন বুঝে চাঁদা দাবি করেন মাহুত।

২০ থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত আদায় হচ্ছে।

তারাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আফান বলেন, দেখা যাচ্ছে হাতি দিয়ে প্রায়ই তারাগঞ্জসহ আশপাশের বাজারে চাঁদাবাজি করছে। বিষয়টি নজরে আসার পর নিষেধ করা হয়েছে তবু মানছে না হাতির মাহুতরা। তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, হাতি দিয়ে চাঁদাবাজির বিষয়ে কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর