নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। রবিবার রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- কামরুল ইসলাম সুমিজ (২৪), ফয়েজ (২০), তানভির হোসেন আশিক (২৩) ও আলাউদ্দিন আলো (২৮)।