চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে দিনে ও রাতের অন্ধকারে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব বালু-মাটি তুলে প্রশাসনের নামে প্রতিদিন ২৮ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এদিকে অবৈধ বালু-মাটি তোলা বন্ধে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বালু-মাটি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং, ৭ নং ও ৮ নং বাঁধ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। রাতের অন্ধকারে ৭ নং বাঁধের পাশে পদ্মা নদী থেকে উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন সাতজনের একটি সিন্ডিকেট। এ ছাড়া ৮ নং বাঁধ এলাকায় বালু-মাটি তোলার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এক যুবক। অভিযোগ রয়েছে, ওই যুবক স্থানীয় এমপি ও প্রশাসনকে ম্যানেজের নামে দৈনিক ২৮ হাজার টাকা করে আদায় করছে। এ ব্যাপারে যুবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তবে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের অভিযোগে গত সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে ৬ নং বাঁধে অভিযান চালিয়ে ট্রাক্টর থেকে অবৈধভাবে চাঁদাবাজির জন্য তৈরি করা একটি ঘর ভেঙে ফেলাসহ মাটি কাটায় ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী বলেন, অবৈধভাবে পদ্মায় বালু-মাটি উত্তোলন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ বালু-মাটি উত্তোলনকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে প্রশাসনের নামে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কোনো ছাড় নেই। আর প্রশাসনের নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত শনিবার ৮ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদী থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষ অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম
- তিন ম্যাচ জিতেই এশিয়া কাপে বাংলাদেশ
- সুশান্তের পর টার্গেট কার্তিক!
- গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান: খোরশেদ
- যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই পিআর নির্বাচন চায় : সালাহউদ্দিন
- অতিরিক্ত মদ্যপানে অভিনেত্রীর মৃত্যু!
- ফটিকছড়িতে ভাইয়ের হাতে বোন খুন
- সমাজে সাম্য-ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টার
- নিহত যুবকের মরদেহ তিন মাস পর ফেরত দিলো বিএসএফ
- বাংলাদেশে আসছে না ভারত, সিরিজ পিছিয়ে গেল ১৩ মাস
- ‘ব্যাংকিং খাতে সংস্কার সময়সাপেক্ষ বিষয়, নির্বাচিত সরকার এসেই এটি করবে’
- চাঁদপুরে ইয়েস কার্ড পেল ৪০ সাঁতারু
- হিন্দুস্তানের পানি আগ্রাসন বন্ধ করতে হবে : রাশেদ প্রধান
- নাটোরে বসুন্ধরা শুভসংঘের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
- যৌন হয়রানির অভিযোগে ইবি শিক্ষককে বরখাস্ত
- সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই মৌলিক পরিবর্তন আনতে হবে: খায়ের ভূঁইয়া
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৩৬২২ মামলা
- ‘ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে’
- পক্ষপাতিত্ব করলে নুরুল হুদার মতো পরিণতি ভোগ করতে হবে : জ্বালানি উপদেষ্টা
- রক্ত দিয়েও সাংবাদিকদের ঋণ পরিশোধ করতে পারবো না: দুলু
- চান্দিনা প্রেস ক্লাবের সভাপতি রণবীর, সম্পাদক মাসুদ
অবৈধভাবে তোলা হচ্ছে নদীর বালু-মাটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর