চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে দিনে ও রাতের অন্ধকারে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব বালু-মাটি তুলে প্রশাসনের নামে প্রতিদিন ২৮ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এদিকে অবৈধ বালু-মাটি তোলা বন্ধে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বালু-মাটি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং, ৭ নং ও ৮ নং বাঁধ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। রাতের অন্ধকারে ৭ নং বাঁধের পাশে পদ্মা নদী থেকে উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন সাতজনের একটি সিন্ডিকেট। এ ছাড়া ৮ নং বাঁধ এলাকায় বালু-মাটি তোলার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এক যুবক। অভিযোগ রয়েছে, ওই যুবক স্থানীয় এমপি ও প্রশাসনকে ম্যানেজের নামে দৈনিক ২৮ হাজার টাকা করে আদায় করছে। এ ব্যাপারে যুবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তবে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের অভিযোগে গত সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে ৬ নং বাঁধে অভিযান চালিয়ে ট্রাক্টর থেকে অবৈধভাবে চাঁদাবাজির জন্য তৈরি করা একটি ঘর ভেঙে ফেলাসহ মাটি কাটায় ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী বলেন, অবৈধভাবে পদ্মায় বালু-মাটি উত্তোলন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ বালু-মাটি উত্তোলনকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে প্রশাসনের নামে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কোনো ছাড় নেই। আর প্রশাসনের নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত শনিবার ৮ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদী থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষ অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
অবৈধভাবে তোলা হচ্ছে নদীর বালু-মাটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর