চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে দিনে ও রাতের অন্ধকারে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব বালু-মাটি তুলে প্রশাসনের নামে প্রতিদিন ২৮ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এদিকে অবৈধ বালু-মাটি তোলা বন্ধে অভিযান চালিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার বালু-মাটি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছেন। গত সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং, ৭ নং ও ৮ নং বাঁধ এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে পদ্মা নদী রক্ষা প্রকল্পের ৬ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে বালু-মাটি তোলা হচ্ছে। রাতের অন্ধকারে ৭ নং বাঁধের পাশে পদ্মা নদী থেকে উত্তোলনে নেতৃত্ব দিচ্ছেন সাতজনের একটি সিন্ডিকেট। এ ছাড়া ৮ নং বাঁধ এলাকায় বালু-মাটি তোলার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন এক যুবক। অভিযোগ রয়েছে, ওই যুবক স্থানীয় এমপি ও প্রশাসনকে ম্যানেজের নামে দৈনিক ২৮ হাজার টাকা করে আদায় করছে। এ ব্যাপারে যুবকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই ঘটনার সঙ্গে জড়িত নন। তবে একটি চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের অভিযোগে গত সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলীর নেতৃত্বে ৬ নং বাঁধে অভিযান চালিয়ে ট্রাক্টর থেকে অবৈধভাবে চাঁদাবাজির জন্য তৈরি করা একটি ঘর ভেঙে ফেলাসহ মাটি কাটায় ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়। এ প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী বলেন, অবৈধভাবে পদ্মায় বালু-মাটি উত্তোলন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় অবৈধ বালু-মাটি উত্তোলনকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে প্রশাসনের নামে চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিষয়ে কোনো ছাড় নেই। আর প্রশাসনের নামে কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত শনিবার ৮ নং বাঁধ সংলগ্ন পদ্মা নদী থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষ অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিরোনাম
- টেকসই উন্নয়নের জন্য বিপুল পরিমাণে গাছ লাগাতে হবে: রিজওয়ানা হাসান
- আমাদের আচরণ যেন আওয়ামী লীগের মতো না হয়: ড. মঈন খান
- ভুক্তভোগীর পরিবারের ইচ্ছায় ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাল ইরান
- নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে জেলা পরিষদের ডেঙ্গু কিট প্রদান
- ‘জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি’
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও এক আসামি গ্রেফতার
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
অবৈধভাবে তোলা হচ্ছে নদীর বালু-মাটি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর