শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রণোদনার সার-বীজ উদ্ধার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রণোদনার সার-বীজ উদ্ধার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে বিপুল পরিমাণ কৃষি প্রণোদনার ধান বীজ ও রাসায়নিক সার উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলমগীর হোসেন ওরফে ভাঙারি আলমের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান থানায় মামলা করেছেন। মামলার পর থেকে ওই ব্যবসায়ী গাঢাকা দিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তার গুদাম থেকে দুটি ভ্যানে ১২ বস্তা সার ও ১৪ বস্তা ধান বীজ উপজেলা পরিষদের সামনে দিয়ে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। বীজ ও সার বহনকারী ভ্যান দুটি উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনের চোখে পড়ে। বিষয়টি সন্দেহ হলে তিনি ভ্যান দুটি আটক করেন এবং চালকদের জিজ্ঞাসাবাদ করেন। সদুত্তর দিতে না পারায় তিনি ভ্যানচালকদের ইউএনওর কার্যালয়ে নিয়ে যান। ইউএনওর কার্যালয়ে চালক মিঠু মিয়া ও শরিফুল ইসলাম জানান, এই সার ও বীজ কৃষকের নয়। এগুলো কৃষি অফিস থেকে নেওয়ার জন্য ব্যবসায়ী আলমগীর পাঠিয়েছেন। ভ্যানচালকদের কথা অনুযায়ী ইউএনও নাহিদ তামান্না বিষয়টি গঙ্গাচড়া থানা পুলিশকে জানান। সন্ধ্যার পর পুলিশ আলমগীরের বাড়িতে অভিযান চালায়। ধান ও পাটবীজের গায়ে লেখা ছিল বিক্রয়ের জন্য নহে।

 

সর্বশেষ খবর