অবসর গ্রহণে সহকর্মীদের সম্মান পেয়েছেন কনস্টেবল মিজানুর রহমান। গতকাল থানা পুলিশের সাজানো গাড়িতে বাড়ি ফিরলেন মিজানুর রহমান। গতকাল টাঙ্গাইলের সখীপুর থানা থেকে বাসাইল উপজেলায় গ্রামের বাড়িতে ওসির গাড়ি দিয়ে পৌঁছে দেওয়া হয় তাকে। এর আগে তাকে ফুল, ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানায় সখীপুর থানার ওসি রেজাউল করিম। বিদায়ী কনস্টেবল মিজানুর রহমান বলেন, ‘পুলিশের দায়িত্ব নিয়ে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষার্থে সদা নিজেকে নিয়োজিত রেখেছিলাম তার ফলপ্রসূতিতে আজ সম্মানের সঙ্গে ওসি স্যারের সাজানো গাড়িতে চড়ে বাড়ি যাচ্ছি।’ সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, কনস্টেবল মিজানুর রহমান একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল মানুষ। বর্তমান সময়ে পুলিশের এ উজ্জ্বল ভাবমূর্তির পেছনে এদের মতো অনেক কনস্টেবলের সহযোগিতা আছে।