শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নতুন সাজে কুয়াকাটা-চরফ্যাশন

চরফ্যাশন ও কলাপাড়া প্রতিনিধি

নতুন সাজে কুয়াকাটা-চরফ্যাশন

ঈদ উপলক্ষে পর্যটন কেন্দ্র পর্যটন কুয়াকাটা সেজেছে নতুন সাজে। পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের ছুটি উপভোগ করতে পর্যটকরা হোটেলগুলোতে আগাম বুকিং দিতে শুরু করেছেন। পদ্মা সেতু চালু ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় এবার ব্যাপক পর্যটক সমাগম হবে এমন আশা সংশ্লিষ্টদের। সৈকতে বসার বেঞ্চ ও ছাতায় এখন নতুনত্বেও ছোঁয়া। পর্যটকদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে স্থানীয় মার্কেটের রাখাইন তরুণীরা বিভিন্ন সামগ্রীর পসরা নিয়েও বসেছেন। কুয়াকাটা ট্যুরিজম মেনেজম্যান্ট অ্যাসোসিয়েশন কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, আগেভাগেই সব ট্যুরিজম সেন্টার তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আশা করি পর্যটকদের সামাল দিতে বেগ পেতে হবে না। হোটেল সী ক্রাউনের ম্যানেজার ফিরোজ আহমেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবার হোটেল রুম নতুন করে সাজানো হয়েছে। ইতোমধ্যে ৩০ ভাগ রুম বুকিং হয়েছে। বাকিগুলোও হয়ে যাবে। কুয়াকাটা হোটেল মোটেল ওনার্রস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এম মোতালেব শরিফ বলেন, এবারের ঈদের লম্বা ছুটিতে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পরিদর্শক হাফিজুর রহমান বলেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে।

এদিকে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনও সেজেছে নতুর রূপে। এখানে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত ম্যানোগ্রোভ বনাঞ্চলঘেরা চর কুকরিমুকরি। কুইন আইল্যান্ড অব ভোলার চর কুকরিমুকরি ম্যানোগ্রোভ বনাঞ্চলের চারদিকে গড়ে উঠেছে আর্টিফিসিয়াল ইকোপার্ক। কচ্ছপিয়াঘাট থেকে ট্রলার বা স্পীডবোটে তেঁতুলিয়া নদী পার হলে খালের দুই পাশের প্রাকৃতিক ম্যানগ্রোভ বন যেন সুন্দরবনের অবয়ব চোখের পলকে ভেসে ওঠে। আশপাশের বনে হরেকরকম পাখির কলকাকলিতে মুখরিত বনাঞ্চল। নারকেল বাগানের সামনে রয়েছে বিশাল সমুদ্র সৈকত। ঈদের ছুটিতে আগত ভ্রমণপিপাসুদের মনোমুগ্ধ করবে দর্শনীয় নৈসর্গিক সৌন্দর্য। এখানে রয়েছে উঁচু পাহাড়ের আদলে আর্টিফিশিয়াল ঝর্না, আন্তর্জাতিকমানের খাবারের রেস্টুরেন্ট, ২৩টি কটেজ, প্রযুক্তিনির্ভর কনফারেন্স রুম, প্রতিটি কটেজের আধুনিক মানের সুইমিংপুল।

এ ছাড়া আছে শহরের প্রাণকেন্দ্রে সুউচ্চ ‘জ্যাকব টাওয়ার’, ডান্সিংফোয়ারার ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল বিনোদন পার্ক, বেতুয়া প্রশান্তি পার্ক। ঈদে পর্যটক বরণ করতে ইতোমধ্যে কর্তৃপক্ষ সব প্রস্তুতি শেষ করেছে।

সর্বশেষ খবর