নাটোরের নলডাঙ্গায় স্কুলছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগে ইউপি সদস্য আমজাদ হোসেন মন্টুর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শনিবার রাতে ছাত্রীর চাচা বাদী হয়ে নলডাঙ্গা থানায় যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা করেন। অভিযুক্ত আমজাদ হোসেন মন্টু উপজেলার দুর্লভপুর গ্রামের রহিম সরদারের ছেলে। তিনি খাজুরা ইউনিয়ন পরিষদের সদস্য এবং খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।