শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জ মডেল থানার টানপাড়া এলাকার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা থানায় মামলা করেন। ঘটনার পাঁচ দিন পর বৃহস্পতিবার রাতে পুলিশ রাঙামাটির লংগদু উপজেলার পাহাড়ি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে। এ সময় আটক করা হয় অপহরণকারী চক্রের হোতা ফারজানা আক্তারকে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশীদ গতকাল সংবাদ সম্মেলনে জানান, ১৪ মে সকালে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে মোবাইল ফোনে অপহৃতের বাবার কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়। এরপর ছাত্রীর বাবা থানায় মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাতে লংগদু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার এক বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ভিকটিমকে উদ্ধার ও গ্রেফতার করা হয় এক আসামিকে।

 

সর্বশেষ খবর