দুমকীতে নিয়ম-নীতি না মেনে যেখানে সেখানে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। এসব ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্টে সরকার নির্ধারিত মূল্যের পাঁচগুণেরও বেশি টাকা আদায় করা হচ্ছে। অদক্ষ ও হাতুড়ে প্যাথলজিস্ট, টেকনেশিয়ান ও এক্স-রে টেকনেশিয়নের মাধ্যমে ভুল রিপোর্ট দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। সরকারি নির্দেশনা অগ্রাহ্য করে গড়ে ওঠা এসব ডায়াগনস্টিক সেন্টারে কাক্সিক্ষত সেবার পরিবর্তে রোগীরা প্রতিনিয়ত হয়রানি, আর্থিক ক্ষতি এমনকি ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। মাঝেমধ্যে অভিযান চালিয়ে দু-একটা ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ বা সাময়িক বন্ধ করা হলেও কয়েক দিন পর তারা অফিস ম্যানেজ করে আবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় সাত-আটটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এদের অধিকাংশের সরকারি অনুমোদন নেই। দুমকী উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিনটি দেড় যুগেরও বেশি সময় ধরে অকেজো। নতুন এক্স-রে মেশিন এলেও তা দুই বছর ধরে প্যাকেটবব্ধ পড়ে আছে। প্যাথলজিতেও রয়েছে রিয়েজেন্ট সংকট। এ অযুহাতে রোগীদের সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষার জন্য তারা প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে যেতে বাধ্য হন। এ সুযোগে প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজি এরকম গলা কাটা মূল্য আদায় করছে। উপজেলার মুরাদিয়া গ্রামের বাসিন্দা মমতাজ বেগম অভিযোগ করেন, সম্প্রতি তিনি জ¦রাক্রান্ত হলে ডাক্তারের নির্দেশনা মতে পপুলার প্যাথলজি সেন্টারে টেস্ট করান। টেস্ট রিপোর্ট অনুসারে চিকিৎসা নিয়ে সুস্থতার বদলে তিনি আরও অসুস্থ হন। ভুল রিপোর্টের কারণে আরও অসুস্থ হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাম টেকনিশিয়ান জাকির হোসেন হাওলাদার বলেন, সরকারি মূল্য তালিকা আমাদের দেয়নি। ভুল রিপোর্ট প্রসঙ্গে বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তবে সব সময় সতর্ক থেকে প্যাথলজিক্যাল টেস্ট ও রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে গলাকাটা বাণিজ্য
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর