দুমকীতে নিয়ম-নীতি না মেনে যেখানে সেখানে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। এসব ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্টে সরকার নির্ধারিত মূল্যের পাঁচগুণেরও বেশি টাকা আদায় করা হচ্ছে। অদক্ষ ও হাতুড়ে প্যাথলজিস্ট, টেকনেশিয়ান ও এক্স-রে টেকনেশিয়নের মাধ্যমে ভুল রিপোর্ট দেওয়ার অসংখ্য অভিযোগ রয়েছে। সরকারি নির্দেশনা অগ্রাহ্য করে গড়ে ওঠা এসব ডায়াগনস্টিক সেন্টারে কাক্সিক্ষত সেবার পরিবর্তে রোগীরা প্রতিনিয়ত হয়রানি, আর্থিক ক্ষতি এমনকি ভুল চিকিৎসার শিকার হচ্ছেন। মাঝেমধ্যে অভিযান চালিয়ে দু-একটা ডায়াগনস্টিক সেন্টারকে শোকজ বা সাময়িক বন্ধ করা হলেও কয়েক দিন পর তারা অফিস ম্যানেজ করে আবার ব্যবসা চালিয়ে যাচ্ছেন। জানা যায়, উপজেলা শহরের বিভিন্ন এলাকায় সাত-আটটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এদের অধিকাংশের সরকারি অনুমোদন নেই। দুমকী উপজেলা হাসপাতালে এক্স-রে মেশিনটি দেড় যুগেরও বেশি সময় ধরে অকেজো। নতুন এক্স-রে মেশিন এলেও তা দুই বছর ধরে প্যাকেটবব্ধ পড়ে আছে। প্যাথলজিতেও রয়েছে রিয়েজেন্ট সংকট। এ অযুহাতে রোগীদের সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না। প্রয়োজনীয় পরীক্ষার জন্য তারা প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজি সেন্টারে যেতে বাধ্য হন। এ সুযোগে প্রাইভেট ক্লিনিক ও প্যাথলজি এরকম গলা কাটা মূল্য আদায় করছে। উপজেলার মুরাদিয়া গ্রামের বাসিন্দা মমতাজ বেগম অভিযোগ করেন, সম্প্রতি তিনি জ¦রাক্রান্ত হলে ডাক্তারের নির্দেশনা মতে পপুলার প্যাথলজি সেন্টারে টেস্ট করান। টেস্ট রিপোর্ট অনুসারে চিকিৎসা নিয়ে সুস্থতার বদলে তিনি আরও অসুস্থ হন। ভুল রিপোর্টের কারণে আরও অসুস্থ হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কাম টেকনিশিয়ান জাকির হোসেন হাওলাদার বলেন, সরকারি মূল্য তালিকা আমাদের দেয়নি। ভুল রিপোর্ট প্রসঙ্গে বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তবে সব সময় সতর্ক থেকে প্যাথলজিক্যাল টেস্ট ও রিপোর্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন বলেন, অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে।
শিরোনাম
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
- পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিজমের রাস্তা বন্ধ হবে : জামায়াত আমির
- রূপগঞ্জে কুপিয়ে আহত ইলেকট্রিশিয়ানের মৃত্যু
অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে গলাকাটা বাণিজ্য
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর